ঢাকা | বঙ্গাব্দ

বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের সৃষ্টি,দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা

বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপের
  • আপলোড তারিখঃ 23-11-2024 ইং
বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের সৃষ্টি,দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা ছবির ক্যাপশন: বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের সৃষ্টি,দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা
বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।

বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে।এর ফলে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।অদ্য শনিবার ২৩ শে নভেম্বর সন্ধ্যায় আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয় দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে।এটি আরও ঘণীভূত হতে পারে। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে আগামীকাল রবিবারের এক পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।আগামী সোমবারের ২৫ শে নভেম্বর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ