ঢাকা | বঙ্গাব্দ

বিসিএস পরীক্ষার আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ

বিসিএস পরীক্ষার আবেদন ফি ২০০ টাকা
  • আপলোড তারিখঃ 04-12-2024 ইং
বিসিএস পরীক্ষার আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ ছবির ক্যাপশন: বিসিএস পরীক্ষার আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ
 নিজস্ব প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।   

বিসিএস পরীক্ষার আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করেছে সরকার। পূর্বে এই ফি ছিল ৭০০ টাকা।অদ্য বুধবার ৪ ঠা ডিসেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটি'র সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ কথা জানান।সিনিয়র সচিব বলেন সরকারি,আধা সরকারি,ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠানে চাকরির আবেদনে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত নিতে পারবে। বিসিএস ভাইভা ২০০ নম্বরের জায়গায় ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে।চলতি সপ্তাহে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে বিসিএস পরীক্ষার আবেদন ফি ও ভাইবার নম্বর কমানোর প্রস্তাব করে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।সেই প্রস্তাবে আবেদন ফি ৩৫০ টাকা ও ভাইবা নম্বর ২০০ থেকে ১০০ করার কথা বলা হয়। 



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ