ঢাকা | বঙ্গাব্দ

দুর্ঘটনা,প্রাণহানি ঠেকাতে সচেতনতামূলক আয়োজনে রাস্তায় পুলিশ সুপার তরিকুল ইসলাম

আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি
  • আপলোড তারিখঃ 04-12-2024 ইং
দুর্ঘটনা,প্রাণহানি ঠেকাতে সচেতনতামূলক আয়োজনে রাস্তায় পুলিশ সুপার তরিকুল ইসলাম ছবির ক্যাপশন: দুর্ঘটনা,প্রাণহানি ঠেকাতে সচেতনতামূলক আয়োজনে রাস্তায় পুলিশ সুপার তরিকুল ইসলাম
ফারুক আহমেদ সূর্য,জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট। 

আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি সড়কে দূর্ঘটনা রোধকল্পে এই প্রতিপাদ্যে-লালমনিরহাটে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি রোধে পথচারীদের নিয়ে সচেতনতামূলক আয়োজন করেছে লালমনিরহাট জেলা পুলিশ।জেলার ট্রাফিক পুলিশের উপস্থিতিতে ফাকল পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ মোড়ে বুধবার ৪ঠা ডিসেম্বর সকালে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।পুলিশ সুপার লালমনিরহাট,তরিকুল ইসলাম এঁর সভাপতিত্বে,মোটরসাইকেল আরোহণকারীদের হেলমেট পরতে উৎসাহ ও ফুল দিয়ে দূর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক প্রচারণা চালান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক),অফিসার ইনচার্জ লালমনিরহাট সদর থানা আব্দুল কাদের,অফিসার ইনচার্জ (ডিবি) আমিরুল ইসলাম,ট্রাফিক ইন্সপেক্টর (প্রসিকিশন) আশীষ কুমার পাল,পুলিশ পরিদর্শক মোঃ মনিরসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারাও এ সহযোগিতায় অংশগ্রহণ করেন।

সম্প্রতি সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বাড়ায় পুলিশ সুপার গাড়িমালিক,চালক ও পথচারীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।তিনি বলেন একটি দুর্ঘটনার ফলে একটি পরিবার পঙ্গু হয়ে যায়।দেশ হারায় একজন কর্মক্ষম মানুষকে।এ সময় তিনি সড়কের বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ