ফারুক আহমেদ সূর্য,জেলা করেসপন্ডেন্ট,লালমনিরহাট।
আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি সড়কে দূর্ঘটনা রোধকল্পে এই প্রতিপাদ্যে-লালমনিরহাটে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি রোধে পথচারীদের নিয়ে সচেতনতামূলক আয়োজন করেছে লালমনিরহাট জেলা পুলিশ।জেলার ট্রাফিক পুলিশের উপস্থিতিতে ফাকল পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ মোড়ে বুধবার ৪ঠা ডিসেম্বর সকালে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।পুলিশ সুপার লালমনিরহাট,তরিকুল ইসলাম এঁর সভাপতিত্বে,মোটরসাইকেল আরোহণকারীদের হেলমেট পরতে উৎসাহ ও ফুল দিয়ে দূর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক প্রচারণা চালান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক),অফিসার ইনচার্জ লালমনিরহাট সদর থানা আব্দুল কাদের,অফিসার ইনচার্জ (ডিবি) আমিরুল ইসলাম,ট্রাফিক ইন্সপেক্টর (প্রসিকিশন) আশীষ কুমার পাল,পুলিশ পরিদর্শক মোঃ মনিরসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারাও এ সহযোগিতায় অংশগ্রহণ করেন।
সম্প্রতি সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বাড়ায় পুলিশ সুপার গাড়িমালিক,চালক ও পথচারীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।তিনি বলেন একটি দুর্ঘটনার ফলে একটি পরিবার পঙ্গু হয়ে যায়।দেশ হারায় একজন কর্মক্ষম মানুষকে।এ সময় তিনি সড়কের বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরার আহ্বান জানান।