ঢাকা | বঙ্গাব্দ

ভোলার তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

ভোলার তজুমদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদায়
  • আপলোড তারিখঃ 16-12-2024 ইং
ভোলার তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন ছবির ক্যাপশন: ভোলার তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
খন্দকার নিরব,করেসপন্ডেন্ট,তজুমদ্দিন,ভোলা। 

ভোলার তজুমদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।অদ্য সোমবার ১৬ ই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।উপজেলা প্রশাসনসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, বিএনপি, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পন,পতাকা উত্তোলন,চিকিৎসা ক্যাম্প,বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা,আলোচনা সভা,পুরস্কার বিতরণ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপজেলা চত্বরে বিজয় মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান,থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন,উপজেলা বিএনপি'র আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু,সদস্য সচিব ওমর আসাদ রিন্টু,যুগ্ম-আহবায়ক হাসান মাকছুদুর রহমান,মহিউদ্দিন জুলফিকার,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ আব্দুর রব,উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) গোলাম সারোয়ার আলম,তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমএ হালিম,মিডিয়া হাউজের নুরুল আহাদ তসলিম চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ শাহজাহানসহ প্রমুখ।এসময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ,সাংবাদিক,শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ