ঢাকা | বঙ্গাব্দ

শাহরাস্তিতে কৃষি জমির মাটি উওোলন করে বিক্রি করায় জমির মালিককে ১ মাসের কারাদন্ড

শাহরাস্তিতে ড্রেজার দিয়ে কৃষি জমির মাটি উওোলন করে বিক্রি করার অপরাধে
  • আপলোড তারিখঃ 07-10-2024 ইং
শাহরাস্তিতে কৃষি জমির মাটি উওোলন করে বিক্রি করায় জমির মালিককে ১ মাসের কারাদন্ড ছবির ক্যাপশন: উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজওয়ানা চৌধুরী
সৈয়দ মোঃ মোতাহের হোসাইন,করেসপন্ডেন্ট,শাহরাস্তি,চাঁদপুর। 

শাহরাস্তিতে ড্রেজার দিয়ে কৃষি জমির মাটি উওোলন করে বিক্রি করার অপরাধে জমির মালিককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।গতকাল ৬ই সেপ্টেম্বর রবিবার দুপুরে টামটা কৃষি মাঠে এ ভাম্যমান অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী।উপজেলা ভূমি অফিস সূত্রে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাতের নির্দেশনায় গোপন সংবাদের মাধ্যমে জানায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের আওতাধীন টামটা মৌজায় অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে মাটি বিক্রি করা হচ্ছে।

এ সংবাদের ভিওিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমির মাটি কাটার অপরাধে টামটা গ্রামের মৃতঃ সিদ্দিকুর রহমানের পুত্র জমির মালিক মোঃ রাশেদ মিয়াজী (৪২)'কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ ইং এর ৭(ক) এর অপরাধে একই আইনের ১৫(১) ধারায় ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।ড্রেজার মেশিন চালক মামুন হোসেনের অবৈধ ড্রেজার মেশিনটি জব্দ করে স্থানীয় মেম্বার কামাল হোসেনের জিম্মায় রাখার নির্দেশ প্রদান করেন।

জানা যায় ড্রেজার মেশিন চালক মামুন হোসেন দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখকে আড়াল করে অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমির মাটি উওোলন করে আসছিল।উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রেজওয়ানা চৌধুরী জানান বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ ইং এর ৭(ক)ধারা অমান্য করলে ড্রেজার মেশিন মালিক ও কৃষি জমির মালিক উভয়কেই আইনে জেল জরিমানার বিধান রয়েছে।আগামী দিনগুলোতেও এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ