মোঃ মানিক মিয়া,ভ্রাম্যমানকরেসপন্ডেন্ট।
অদ্য ২৮/০৫/২০২৪ খ্রিঃ লালমনিরহাট এর পুলিশ সুপারের দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ রানা'র নেতৃত্বে, কালীগঞ্জ থানা পুলিশের একটি অভিযান টিম কর্তৃক থানা এলাকার ৬ নাম্বার গোড়ল ইউনিয়নের সেবকদাস মৌজাস্থ শ্রী অতুল চন্দ্র রায়ের বসতবাড়ীতে গোপন তথ্যের ভিওিতে পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টাকালে শ্রী অতুল চন্দ্র রায়,পিতা-মৃত তুফান চন্দ্র রায়,সাং-সেবকদাস (বটতলা),থানা-কালীগঞ্জ,জেলা-লালমনিরহাট ধৃত হয়।ধৃত ব্যক্তির দেওয়া তথ্য মতে তার নিজ বসতবাড়ির পূর্ব ভিটার পশ্চিম দুয়ারী দোচালা টিনের ঘরের উত্তর পশ্চিম কোনে বাশের তৈরি মাচাং এর উপর সুপারি গাছের শুকনো পাতা দিয়ে ঢাকা ৩'টি প্লাস্টিকের বস্তা পাইয়া উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি করিয়া ৩টি বস্তা হতে মোট ২৯৬ (১০০+১০০+৯৬) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
আসামীর বিরুদ্ধে ২০১৮ ইং সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয় এবং বিধি মোতাবেক ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।