ঢাকা | বঙ্গাব্দ

সফটওয়্যার হালনাগাদ করার উদ্দেশ্যে ডাচ বাংলা ও ন্যাশনাল ব্যাংকের লেনদেন ৫ দিন বন্ধ থাকবে

সফটওয়্যার হালনাগাদ করার উদ্দেশ্যে আগামী
  • আপলোড তারিখঃ 20-12-2024 ইং
সফটওয়্যার হালনাগাদ করার উদ্দেশ্যে  ডাচ বাংলা ও ন্যাশনাল ব্যাংকের লেনদেন ৫ দিন বন্ধ থাকবে ছবির ক্যাপশন: সফটওয়্যার হালনাগাদ করার উদ্দেশ্যে ডাচ বাংলা ও ন্যাশনাল ব্যাংকের লেনদেন ৫ দিন বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।

সফটওয়্যার হালনাগাদ করার উদ্দেশ্যে আগামী ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ন্যাশনাল ব্যাংক এবং ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ডাচ বাংলা ব্যাংক বন্ধ থাকবে।গতকাল বৃহস্পতিবার ১৯ ই ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য জানায়।এতে বলা হয় কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করার উদ্দেশ্যে ৩১ শে ডিসেম্বর থেকে ৪ ঠা জানুয়ারি পর্যন্ত ন্যাশনাল ব্যাংক বন্ধ রাখা হবে।

এর আগে গত চার ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক জানায় কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করার জন্য ডাচ-বাংলা ব্যাংকের মূল ব্যাংকিং সেবা আগামী ১ লা থেকে ৫ ই জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।এ সময়ের মধ্যে ব্যাংকটির কোনো গ্রাহক শাখায় যেমন লেনদেন করতে পারবেন না,তেমনি ব্যাংকটির এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারবেন না।এ ছাড়া ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং সেবা ৩০ শে ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মোট ৭ দিন বন্ধ থাকবে।তবে এই বন্ধের মধ্যে সাপ্তাহিক ছুটি ও বছরের প্রথম দিন হিসেবে ব্যাংক হলিডে রয়েছে।সেই হিসেবে মূলত ডাচ-বাংলা ব্যাংকের স্বাভাবিক লেনদেন বন্ধ থাকবে দুই দিন।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ