ঢাকা | বঙ্গাব্দ

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২,প্রধান আসামীর স্বীকারোক্তি

গৃহবধূ, সংঘবদ্ধ, ধর্ষণ, অভিযোগ, গ্রেফতার,প্রধান, আসামী, স্বীকারোক্তি,অপরাধ
  • আপলোড তারিখঃ 02-06-2024 ইং
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২,প্রধান আসামীর স্বীকারোক্তি ছবির ক্যাপশন: গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২,প্রধান আসামীর স্বীকারোক্তি

জেলা করেসপন্ডেন্ট,কুড়িগ্রাম।  


কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলায় পাওনা টাকা আদায়ের নামে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ আসামীর মধ্যে প্রধান আসামী জয়নাল আবেদীন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।গতকাল রবিবার ন২ রা জুন আসামীদের কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (রাজিবপুর আমলি) নিলে প্রধান অভিযুক্ত জয়নাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।


আদালত সূত্র জানায় গ্রেফতার দুই আসামীকে রবিবার রাজিবপুর আমলি আদালতে নেওয়া হলে জয়নাল আবেদীন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব মিয়া আসামীর জবানবন্দি নথিভুক্ত করেন।পরে আসামি জয়নাল আবেদীন ও আলম মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।জিআরও হুমায়ুন বলেন আসামীদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।


এর আগে চর রাজিবপুর উপজেলায় পাওনা টাকা আদায়ের নামে দিনের পর দিন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক গৃহবধূ।এ ঘটনায় স্বামীসহ মামলা করতে গেলেও থানায় ঢুকতে না পেরে ফিরে আসেন তারা।স্থানীয় মাতব্বরদের কাছে বিচার চেয়েও না পেয়ে ক্ষোভ আর অভিমানে বিষপান করেন ওই দম্পতি।পরে ওই গৃহবধূর মৃত্যু হয়। গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে নড়েচড়ে বসে থানা পুলিশ।


বিষপানের ৭ দিন পর নিহতের মামা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংঘবদ্ধ ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ৪ জনের নাম উল্লেখ করে মামলা করেন।এ ঘটনায় মূল অভিযুক্ত জয়নাল কসাই ও তার এক সহযোগি আলম কসাইকে গ্রেফতার করেছে পুলিশ।তবে অপর ২ আসামী শুক্কুর আলী ও সোলায়মান নামে এখনও পলাতক রয়েছেন।আসামীরা সবাই পেশায় কসাই বলে জানা গেছে। 



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ