ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর রমনায় হিজড়াদের হামলায় চোখ হারালেন পুলিশের উপ-পরিদর্শক

রাজধানী, রমনা, হিজড়া, হামলা,চোখ ,হারাল, পুলিশ, উপ,পরিদর্শক
  • আপলোড তারিখঃ 02-06-2024 ইং
রাজধানীর রমনায় হিজড়াদের হামলায় চোখ হারালেন পুলিশের উপ-পরিদর্শক ছবির ক্যাপশন: রাজধানীর রমনায় হিজড়াদের হামলায় চোখ হারালেন পুলিশের উপ-পরিদর্শক

নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।


রাজধানীর রমনার পরিবাগ এলাকায় হিজড়াদের হামলায় পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) চোখ নষ্ট হয়ে গেছে।আহত এসআইয়ের নাম মোঃ মোজাহিদ।গতকাল শনিবার ১ লা জুন রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ সূত্রে জানা গেছে রমনা থানার এসআই মোজাহিদসহ পুলিশের একটি দল রাতে পরিবাগ এলাকায় ডিউটি করছিলেন।এ সময় হিজড়াদের একটি দল ছিনতাইয়ের চেষ্টা করে।পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হিজড়ারা পুলিশের ওপর হামলা চালায়।ওই সময় পুলিশকে লক্ষ্য করে তারা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।এক পর্যায়ে একটি ইট এসআই মোজাহিদের চোখে এসে লাগে।এতে এসআই মোজাহিদের একটি চোখ নষ্ট হয়ে যায়।


অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া বলেন হিজড়ারা বিভিন্ন রিকশা থেকে ছিনতাই ছাড়াও অনৈতিক কাজ করায় শাহবাগ থানা পুলিশের ১টি দল বিশেষ অভিযানে অংশ নেয়।অভিযানের একপর্যায়ে হিজড়ারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে এসআই মোজাহিদের ১টি চোখ নষ্ট হয়ে যায় এবং মুখের বিভিন্ন অংশ তিনি আঘাতপ্রাপ্ত হয়।


পুলিশের এই কর্মকর্তা জানান এসআই মোজাহিদকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার চোখের অপারেশন হয়েছে।আরও কয়েকটি অপারেশন লাগবে।তিনি আর ও  জানান এ ঘটনায় শনিবার রাতেই ৩ জন হিজড়াকে আটক করেছে পুলিশ।এ ছাড়া রবিবার দুপুরে আরও ১জন হিজড়াকে আটক করেছে রমনা থানা পুলিশ।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ