মোঃ আশিক আলী, করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্টিয়া।
কুষ্টিয়ার মিরপুরে নিশান আলী নামে এক বাউলের আস্তানায় ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।গতকাল শুক্রবার ৭ ই জুন রাতের কোন এক সময় ধামটিতে ভাঙ্গচুর চালানো হয়।জানা গেছে গত ৬ তারিখ নিশান ও তার চাচাতো ভাইয়েরা মিলে রোহেল শেখ নামে ওই গ্রামের এক রংঙ মিস্ত্রিকে মারধর করেন।ওই ঘটনার মামলায় নিশান আসামি। তার জের ধরেও ভাঙ্গচুর চালানো হতে পারে।
অভিযোগের বিষয়ে নিশান আলী বলেন কেন আমার ধামে ভাঙ্গচুর হলো আমি জানি না।রোহেলের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে এই বাউল বলেন আমারচাচাতো ভাইদের সঙ্গে পাওনা টাকা নিয়ে রোহেলের দ্বন্দ্ব ছিল।তারা টাকা উদ্ধার করতে গেলে সেখানে মারামারির ঘটনা ঘটে।এখন চাচাতো ভাইদের সমস্যা আমার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
গঙ্গা-কপোতাক্ষ (জিকে) প্রকল্পের ক্যানাল পারে অবস্থিত ধামটি জনপদ থেকে অনেক দূরে হওয়ায় এলাকাবাসীও কিছু জানাতে পারেননি।তবেসবার সঙ্গে কথা বলে জানা গেছে ওই ধামে সন্ধ্যার পর গানের আসর বসাতেন বাউলরা।কুষ্টিয়ার মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃআবদুল খালেক বলেন কে বা কারা,কেন এটা ভাঙ্গল তা খতিয়ে দেখছি।হামলার সত্যতা পেলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।