ঢাকা | বঙ্গাব্দ

শাহরাস্তিতে ২৩ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি আটক

  • আপলোড তারিখঃ 22-09-2024 ইং
শাহরাস্তিতে ২৩ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি আটক ছবির ক্যাপশন: শাহরাস্তিতে ২৩ বোতল ভারতীয় মদ সহ আটককৃত মাদক কারবারি মৃদুল কান্তি ঘোষ (৫৫)
সৈয়দ মোঃ মোতাহের হোসাইন,
করেসপন্ডেন্ট,শাহরাস্তি,চাঁদপুর। 

চাঁদপুর জেলার শাহরাস্তি থানার পুলিশ সদস্যগণ ২৩ বোতল ভারতীয় মদ সহ এক মাদক কারবারিকে আটক করেছে।গতকাল ২১ শে সেপ্টেম্বর শনিবার দুপুর সোয়া দুইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানাধীন কালিয়াপাড়া তিন রাস্তার মোড়ে জনৈক মোঃ জাকির হোসেন এর জাকির ষ্টোর নামীয় কনফেকশনারী দোকানের সামনে পাকা রাস্তার উপর ১ (এক) জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।ঐ সময় তার নিকট হতে ২৩ (তেইশ) বোতল ভারতীয় মদ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।  গ্রেফতারকৃত আসামী মৃদুল কান্তি ঘোষ(৫৫) পিতা- মৃত অধীর চন্দ্র ঘোষ, মাতা-বানু বালা ঘোষ,সাং-জাকুনী পাড়া (ঘোষ বাড়ী), থানা-কোতয়ালী, জেলা- কুমিল্লা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে উল্লেখিত আসামী দীর্ঘদিন যাবত প্রশাসনকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আসামী জব্দকৃত ভারতীয় মদ কুমিল্লা এলাকা হইতে ক্রয় করে বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখাকালীন গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি থানার মামলা নং-০৮,তারিখ-২১/০৯/২০২৪ইং,ধারা-
২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৬ (খ) রুজু করা হয়েছে। 

জনাব মুহম্মদ আব্দুর রকিব,পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, মোঃ আলমগীর হোসেন এর তত্ত্বাবধানে এসআই মোঃ ইসমাইল সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ।তারই ধারাবাহিকতায় মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ