ঢাকা | বঙ্গাব্দ

শনিবার হতে বেনজীর আহমেদ মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট খুলে দেয়া হচ্ছে

শনিবার ,হতে ,বেনজীর ,আহমেদ ,মালিকানাধীন, সাভানা ,ইকো ,রিসোর্ট ,খুলে ,দেয়া ,হচ্ছে
  • আপলোড তারিখঃ 14-06-2024 ইং
শনিবার হতে বেনজীর আহমেদ মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট খুলে দেয়া হচ্ছে ছবির ক্যাপশন: শনিবার হতে বেনজীর আহমেদ মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট খুলে দেয়া হচ্ছে

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। 


সাবেক আইজিপি বেনজীর আহমেদ মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে।দর্শনার্থীদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড চালু থাকলেও বন্ধ থাকবে কটেজ। ফলে রিসোর্টে অবকাশযাপন করতে পারবেন না কোনো দর্শনার্থী।অদ্য শনিবার ১৫ ই জুন সকাল ৮টা থেকে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চালু হচ্ছে পার্কটি।


পর্যবেক্ষণ ও তদারকি কমিটির সদস্য সচিব এবং গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোঃ মশিউর রহমান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে জানান দীর্ঘদিন বন্ধ থাকার পর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজ শনিবার সকাল ৮টা থেকে সর্ব সাধারণের জন্য পার্কটি খুলে দেয়া হবে।এতে দর্শনার্থীরা আগের মতো ১০০ টাকা টিকিট কেটে পার্কে প্রবেশ করতে পারবেন।


মোঃ মশিউর রহমান আরও জানান দর্শনার্থীদের বিনোদনের জন্য পার্কের বিভিন্ন রাইড খুলে দেয়া হলেও কটেজ বন্ধ থাকবে।আর এ পার্ক থেকে সকল আয় রাষ্ট্রীয় কোষাগারে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে জমা হবে।ইতি মধ্যে রিসোর্টের নিরাপত্তার জন্য আনসার ও সাভানার নিরাপত্তা কর্মীরা দায়িত্বে আছেন।আগামীকাল সকাল থেকে পুলিশ মোতায়েন করবে জেলা প্রশাসন।


উল্লেখ্য ক্রোক আদেশের পর পার্কটি চালু থাকলেও গত মঙ্গলবার ৪ ই জুন সার্ভার জটিলতা দেখিয়ে সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল পার্ক কর্তৃপক্ষ। এরপর থেকে পার্কটি বন্ধ ছিল।গত শুক্রবার ৭ ই জুন রাতে আদালতের নির্দেশে রিসিভার নিয়োগের মাধ্যমে পার্কটি নিয়ন্ত্রণে নেয় জেলা প্রশাসন।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ