ঢাকা | বঙ্গাব্দ

৩ দিনের মধ্যে বন্যা স্বাভাবিক হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র

দেশের উত্তর পূর্ব ও পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আগামী ৩ দিনের মধ্যে স্বাভাবিক হবে বলে জানিয়েছে পানি
  • আপলোড তারিখঃ 21-08-2024 ইং
৩ দিনের মধ্যে বন্যা স্বাভাবিক হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ছবির ক্যাপশন: ৩ দিনের মধ্যে বন্যা স্বাভাবিক হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।

দেশের উত্তর পূর্ব ও পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আগামী ৩ দিনের মধ্যে স্বাভাবিক হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ  কেন্দ্র৷অদ্য বুধবার ২১ শে আগস্ট সিলেট,কুমিল্লা,নোয়াখালী অঞ্চল ও পার্বত্য চট্টগ্রামে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্য সৃষ্টি হওয়ার পর এই বার্তা দিযেছে সংস্থাটি।

পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে বলেছেন,মৌসুমি লঘুচাপের কারণে ত্রিপুরা এবং বাংলাদেশের সীমান্তে বৃষ্টিপাত হয়েছে।এর ফলে হবিগঞ্জ,মৌলভীবাজার,ফেনী,চট্টগ্রাম ও কুমিল্লায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।এই পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত একই থাকবে।তারপর থেকে কমে যেতে পারে।মোটামুটি তিন দিনের মধ্যে অনেক জায়গাতেই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে।

তবে আগামী ২৪ ঘণ্টা কুমিল্লা,ফেনী ও চট্টগ্রাম জেলার গোমতি,মুহুরী ও হালদা নাদীর পানি সতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ