ঢাকা | বঙ্গাব্দ

ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্র ভিন্ন জগতে দর্শনার্থীর ভীড়

ঈদের পরের দিন থেকে লক্ষ্য করা গেছে বিভাগীয় শহর রংপুরের পশ্চিমে রংপুর সদর উপজেলার পাগলাপীর ডালিয়া মহাসড়কের খলেয়া ইউনিয়নের গঞ্জিপুরের পাশে 'ভিন্ন জগত'পর্যটন কেন্দ্র অবস্থান
  • আপলোড তারিখঃ 25-06-2024 ইং
ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্র ভিন্ন জগতে দর্শনার্থীর ভীড় ছবির ক্যাপশন: ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্র ভিন্ন জগতে দর্শনার্থীর ভীড়

মোঃ আব্দুলকাহার ছিদ্দিকী,করেসপন্ডেন্ট,সদর,রংপুর।


ঈদের পরের দিন থেকে লক্ষ্য করা গেছে বিভাগীয় শহর রংপুরের পশ্চিমে রংপুর সদর উপজেলার পাগলাপীর ডালিয়া মহাসড়কের খলেয়া ইউনিয়নের গঞ্জিপুরের পাশে 'ভিন্ন জগত'পর্যটন কেন্দ্র অবস্থান।ঈদের আনন্দকে দ্বিগুণ করতে ভিন্ন জগৎ পর্যটন কেন্দ্রতে পর্যটকদের চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা গেছে।বৈরী আবহাওয়া উপেক্ষা করে পর্যটন স্পট ও বিনোদন ভিন্ন জগত এ মানুষের ঢল নেমেছে।এবারের ঈদে সাপ্তাহিক ছুটি কাজে লাগাতে হাজারো পর্যটকের সামাবেশে মুখর হয়ে ওঠে ভিন্ন জগত পর্যটন কেন্দ্র।দল বেঁধে দর্শনার্থীরা যেন হুমড়ি খেয়ে গেছে এবারের ঈদের পরদিন থেকেই ভিন্ন জগত। ভিন্ন জগত পর্যটন ঘুরে দেখা যায় পর্যটকের আনাগোনা।


ভিন্ন জগতে নওগাঁ জেলা থেকে আসা কয়েকজন দম্পতি জানান এবার ঈদকে  উদযাপন করার জন্য দেশের বৃহত্তম রংপুরের ভিন্ন জগতে পরিবারকে নিয়ে ঘুরতে এসেছি দেখলাম এখানকার পরিবেশ অনেক সুন্দর।বর্তমান পরিস্থিতি জানতে চাইলে বিনোদন কেন্দ্র ভিন্ন জগত এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি।ও সমাজসেবক মোঃ তৌহিদ আহাম্মেদ (বাপ্পি) সাংবাদিককে বলেন ভিন্ন জগত আগের চেয়ে অনেক উন্নত করা হয়েছে,তাই আপনাদের সপরিবার নিয়ে চলে আসুন বিনোদন কেন্দ্র ভিন্ন জগতে।




নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ