ঢাকা | বঙ্গাব্দ

পাঁচবিবিতে বাগজানা ইউনিয়নে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসার ছাত্র

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়ার ছোট যমুনা নদীতে বন্ধুদের সাথে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন এক মাদ্রাসার শিক্ষার্থী
  • আপলোড তারিখঃ 05-07-2024 ইং
পাঁচবিবিতে বাগজানা ইউনিয়নে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসার ছাত্র ছবির ক্যাপশন: পাঁচবিবিতে বাগজানা ইউনিয়নে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসার ছাত্র

মোঃ মেহেরাজ হোসেন, রিপোর্টার,পাঁচবিবি জয়পুরহাট।


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়ার ছোট যমুনা নদীতে বন্ধুদের সাথে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন এক মাদ্রাসার শিক্ষার্থী।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ৫ই জুলাই শুক্রবার বেলা আনুমানিক ১২ টার সময় এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজ ওই মাদ্রাসার ছাত্র হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রাণ কৃষ্ণপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে সাকিব ইসলাল (১৭)।


প্রত্যক্ষদর্শীরা জানান বেলা ১২ টার দিকে উপজেলার আটাপাড়া ছোট যমুনা নদীর বেইলী ব্রীজের নীচে গোসলের জন্য তিন বন্ধু নদীতে নামে।গোসল শেষে দুই বন্ধু উপরে উঠে আসলেও নিখোঁজ সাকিব ইসলাম উঠে আসতে পারেনি।ধারণা করা হচ্ছে নদীতে প্রবল স্রোতের কারনে ডুবে গিয়ে নিখোঁজ হয়েছেন।এসময় স্থানীয়া নদীতে নেমে অনেক খোঁজা-খুঁজির পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধারের চেষ্টা চালায়।নিখোঁজ সাকিব হাকিমপুর উপজেলার একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।


পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ কামরুল ইসলাম বলেন খবর পেয়ে আমরা ঘটানস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।আমাদের অভিযান পরিচালনা অবস্থায় ইতিমধ্যেই রাজশাহী ডুবুরি দলকে জানানো হলে তারা ঘটনার স্থলে পৌঁছা মাত্রই আমাদের সঙ্গে অভিযান পরিচালনা করতে থাকেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত  নিখোঁজ ওই ছাত্রের লাশ খুঁজে পাওয়া যায়নি।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ