ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি চেয়ারর্পাসন খালেদা জিয়ার খোঁজখবর নিতে বাসায় গিয়েছেন সারাহ ক্যাথেরিন কুক

শারীরিকভাবে অসুস্থ বিএনপি চেয়ারর্পাসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার বাসায় গিয়েছেন
  • আপলোড তারিখঃ 04-09-2024 ইং
বিএনপি চেয়ারর্পাসন খালেদা জিয়ার খোঁজখবর নিতে বাসায় গিয়েছেন সারাহ ক্যাথেরিন কুক ছবির ক্যাপশন: বিএনপি চেয়ারর্পাসন খালেদা জিয়ার খোঁজখবর নিতে বাসায় গিয়েছেন সারাহ ক্যাথেরিন কুক
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল। 

শারীরিকভাবে অসুস্থ বিএনপি চেয়ারর্পাসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার বাসায় গিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।অদ্য বুধবার ৪ ঠা সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান তিনি।এ সময় তাকে স্বাগত জানাতে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন,চেয়ারপার্সনের মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার,অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী ও দলটির নেতা তাবিথআউয়াল।দীর্ঘ এক মাসের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত আগস্টের মাঝামাঝি সময়ে বিএনপি চেয়ার্পারসন বাসায় ফেরেন।

এদিকে শারীরিক নানা জটিলতার মধ্য দিয়ে যাওয়া খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার কথাবার্তা চলছে। তার চিকিৎসক জানিয়েছেন বিমানে যাত্রা করার মতো পরিস্থিতি হলেই তাকে বাইরে নিয়ে যাওয়া হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্যে নেওয়া হতে পারে বলেও জানা গেছে। 

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ