মোঃ রেজাউল করিম লিটন,করেসপন্ডেন্ট,দৌলতপুর,মানিকগঞ্জ।
গত ১২ই জুলাই বিকালে দৌলতপুর পিএস স্কুল মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে ৮৩নম্বর বিডি সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ১-০ গোলে পরাজিত করে ৬০ নম্বর চর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।গত শুক্রবার ১২ ই জুলাই বিকালে দৌলতপুর পিএস স্কুলের মাঠে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের এক অনারম্ভার আয়োজন করা হয়।
উক্ত খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ক্রিয়া অনুরাগী ও সাংস্কৃতিমনা,মানিকগঞ্জ-১ আসনের এমপি সালাউদ্দিন মাহমুদ জাহিদ মহোদয়।তার সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে আর ও প্রাণবন্ত করেন,উপজেলা চেয়ারম্যান এস এম শফিক,উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন,দৌলতপুর থানা অফিসার ইনচার্জ সুমন আদিত্য।
আরও উপস্থিত ছিলেন দৌলতপুর থানা শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ,উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুর রহমান (শাহিন),মহিলা ভাইস চেয়ারম্যান কাজী ফরিদা ইয়াসমিন সহ আরো অনেকে।