মোঃ মানিক মিয়া,ভ্রাম্যমান করেসপন্ডেন্ট।
নীলফামারীর জলঢাকা থানাধীন পূর্ব বালাগ্রাম মৌজাস্থ মন্থেরডাঙ্গা বাজারে জিয়া টেলিকম নামক দোকানের সামনে ডিমলা-জলঢাকাগামী পাঁকা রাস্তার উপর এসআই (নিঃ) মোঃ আবু বক্কর সিদ্দিক,জলঢাকা থানা,জেলা-নীলফামারী,১ লা জুলাই ২০২৪ ইং তারিখ সকাল অনুমান ৮.৩০ ঘটিকায় জলঢাকা থানাধীন পূর্ব বালাগ্রাম মৌজাস্থ মন্থেরডাঙ্গা বাজারে জিয়া টেলিকম নামক দোকানের সামনে ডিমলা-জলঢাকাগামী পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনাকালে একটি টাটা হলুদ রঙের পাথর বোঝাই ট্রাক যা রেজিস্ট্রেশন নং-রংপুর মেট্রো-ট ১১-০০৭৪ আটক করে।আটক কালে ২জন ট্র্যাক হইতে নেমে দৌড়ে পালানোর সময় ২ জনকে আটক করে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন চালক মোঃ সোহেল রানা মিঠু (২৭),পিতা-মোঃ ফারুক হোসেন,মাতা-মোছাঃ মেরিনা বেগম,মোঃ হুমায়ন কবির জসিম (২৫),পিতা-মোঃ হোসেন আলী,মাতা মোছাঃ জোসনা বেগম,উভয় সাং-বাউরা নবীনগর (ঝুমুর আলীর বাজারের পার্শ্বে),থানা-পাটগ্রাম,জেলা-লালমনিরহাট।
তল্লাশির শময় তাহাদের দেখানো মতে পাথর বোঝাই ট্রাকের বড়ির সামন হইতে অনুমান ২ (দুই) হাত দূরে বিশেষ কায়দায় পাথরের নিচে লুকায়িত অবস্থায় ২ (দুই) টি কাপড়ের তৈরি ট্রাভেল ব্যাগে, ১৭২+১৭৩) ৩৪৫ (তিনশত পয়তাল্লিশ) বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেন এবং এ সংক্রান্তে জলঢাকা থানায়-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ইং এর ধারা মতে মামলা দায়ের করা হয়েছে।এ ব্যাপারে জলঢাকা থানার সুদক্ষ অফিসার ইনচার্জ,মোঃ নজরুল ইসলাম ভাই এর সাথে মুঠো ফোনে কথা বললে তিনি জানান বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে,আর আসামিদের বিজ্ঞ আদালতে চালান করা হয়েছে।