ঢাকা | বঙ্গাব্দ

শনির আখড়ায় শিক্ষার্থীদের সাথে পুলিশের পাল্টা-পাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা রণক্ষেত্রে পরিণত

রাজধানীর শনির আখড়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের পাল্টা-পাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।গতকাল বুধবার ১৭ ই জুলাই রাতে শনির আখড়া রণক্ষেত্রে
  • আপলোড তারিখঃ 17-07-2024 ইং
শনির আখড়ায় শিক্ষার্থীদের সাথে পুলিশের পাল্টা-পাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা রণক্ষেত্রে পরিণত ছবির ক্যাপশন: শনির আখড়ায় শিক্ষার্থীদের সাথে পুলিশের পাল্টা-পাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা রণক্ষেত্রে পরিণত

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।


রাজধানীর শনির আখড়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের পাল্টা-পাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।গতকাল বুধবার ১৭ ই জুলাই রাতে শনির আখড়া রণক্ষেত্রে পরিণত হয়।সেখানে টায়ার ও কাঠ,জ্বালিয়ে বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায়ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখলে নিয়েছেন আন্দোলনকারীরা।শনির আখড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত শত শত আন্দোলনকারী অবস্থান নিয়েছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান সকাল ১০টা থেকে শনির আখড়ায় দনিয়া কলেজের শিক্ষার্থীরাসহ স্থানীয় কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন।সন্ধ্যার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় পাল্টা-পাল্টি ধাওয়া চলে।রাত পর্যন্ত একই অবস্থা চলে।স্থানীয় এক বাসিন্দা জানান মহা-সড়কে শনির আখড়া অংশে কাঠ জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছে।সন্ধ্যার পর্যন্ত শনির আখড়া থেকে রায়েরবাজার পর্যন্ত ২পাশের দোকানপাট বন্ধ হয়ে গেছে।


অন্য এক বাসিন্দা জানান সংঘর্ষে সন্ধ্যা থেকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা অলিগলিতে ছড়িয়ে যাচ্ছে।শনির আখড়া থেকে কাজলা পর্যন্ত ৫টি স্থানে আগুন জ্বলছে।আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (র‌্যাব,পুলিশ,আর্মড পুলিশ ব্যাটালিয়ন) সদস্যরা যাত্রাবাড়ী থানা এলাকায় অবস্থান করছেন।আন্দোলনকারীরা কাজলা থেকে সাইনবোর্ড পর্যন্ত অবস্থান করছেন।


সংঘর্ষে পুলিশের শটগানের গুলিতে আহত ৬জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।আহতদের মধ্যে ২ বছরের এক শিশু ও রয়েছে।আহতরা হলেন ইরান,সোহাগ,বাবু মিয়া ও তার শিশুপুত্র রোহিত মিয়া এবং স্কুলছাত্র মাহিম আহমেদ।রাতে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল হক জানান টোল প্লাজায় আগুন দিয়েছেন আন্দোলনকারীরা।ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে।সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।  


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ