ঢাকা | বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২৬৩ জন ডেঙ্গু আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং সারা দেশে আরও ২৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।অদ্য বৃহস্পতিবার ২৫ শে জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন
  • আপলোড তারিখঃ 25-07-2024 ইং
গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২৬৩ জন ডেঙ্গু আক্রান্ত ছবির ক্যাপশন: গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২৬৩ জন ডেঙ্গু আক্রান্ত (ফাইল ছবি)

নিজস্ব প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং সারা দেশে আরও ২৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।অদ্য বৃহস্পতিবার ২৫ শে জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয় গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে)২৩জন,চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৫ জন,ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন,ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৪৭ জন,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১৭ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে)৮জন,ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯জন,রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২জন রয়েছেন।


২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৩৬০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন,চলতি বছরে মোট ৪ হাজার ৭১৬ জন ছাড়পত্র পেয়েছেন।চলতি বছরের ২৫ শে জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫ হাজার ২৫০ জন।এর মধ্যে ৬০.৮ শতাংশ পুরুষ এবং ৩৯.২ শতাংশ নারী রয়েছেন।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি,চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫০ জন।২০২৩ ইং সালের ১ লা জানুয়ারি থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়,পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। 



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ