ঢাকা | বঙ্গাব্দ

মিরপুরে বজ্রপাতে সাজীদ (১৭) নামে এক যুবকের মৃত্যু

কুষ্টিয়া মিরপুরের কামিরহাট গ্রামের সাজীদ বজ্রপাত নিহত হয়।সাজীদ এর
  • আপলোড তারিখঃ 01-10-2024 ইং
মিরপুরে বজ্রপাতে সাজীদ (১৭) নামে এক যুবকের মৃত্যু ছবির ক্যাপশন: মিরপুরে বজ্রপাতে সাজীদ (১৭) নামে এক যুবকের মৃত্যু
মাহাফুজ আনাম সিনহা,রিপোর্টার,মিরপুর,কুষ্টিয়া। 

কুষ্টিয়া মিরপুরের কামিরহাট গ্রামের সাজীদ বজ্রপাত নিহত হয়।সাজীদ এর পিতার নাম সিদ্দিক(৪৩)।স্থানীয় সূত্রে জানা যায় অদ্য মঙ্গলবার বেলা ২:১৫ ঘটিকার সময় সাজীদ কামিরহাট দর্গাবাগান মাঠ থেকে সাইকেল নিয়ে তার বাড়িতে যাচ্ছিল।সে সময় হালকা বৃষ্টির মধ্যে দর্গাবাগান গোরস্থান এর পাশে রাস্তার উপরে বজ্রপাত ঘটে।উক্ত স্থানে সে মাটিতে পড়ে যায়।পরবর্তীতে স্থানীয়রা তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ