জেলা করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।
চাঁদপুর সদরের বিভিন্ন এলাকা এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন সড়ক।ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকার মানুষ।অদ্য বুধবার ৩১ শে জুলাই সকালে বৃষ্টির পানি ও ড্রেনের পানি মিশে একাকার হয়ে গেছে।শহর ঘুরে দেখা গেছে টানা বৃষ্টিতে শহরের অন্যতম আব্দুল করিম পাটোয়ারী সড়ক ও ট্রাক রোডের অবস্থা একেবারেই নাজুক।বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে।সড়কের বড়-বড় গর্তের ভেতর দিয়ে হেলে দুলে চলছে ট্রাক, প্রাইভেটকার, সাইকেল, মোটরসাইকেল,ইজিবাইক,ভ্যান,রিকসাসহ ছোটবড় অসংখ্য যানবাহন।
শহরের পাড়া-মহল্লার সড়কগুলোর একই অবস্থা।বিষ্ণুদী মাদরাসা রোড,ব্যাংক কলোনি,নাজিরপাড়া,প্রফেসর পাড়াসহ বেশকিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।মাদ্রারাসা রোড এলাকার বাসিন্দা মোবারক গাজী বলেন আমাদের এলাকায় ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ।মাঝে মাঝে পরিষ্কার করলেও বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা দেয়। বেশি বৃষ্টি হলে হাঁটু সমান পানি হয়।সেটি কমতে সারারাত পর্যন্ত সময় লাগে।
ট্রাক রোড এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন বলেন এ সড়কটি অভিশপ্ত সড়ক নামেই সবাই চিনে।সড়কের কাজ করলে বছর না যেতেই পিচ ঢালাই উঠে বড় বড় গর্তে পরিণত হয়।এখন যাই কাজ ধরেছে তাও কচ্ছপ গতি।জানি না কবে কাজ শেষ হবে।চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মোঃ শোয়েব জানান চাঁদপুরে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং সেটি উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।