নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন দুর্নীতি যেই করুক,সেখানে সরকারের জিরো টলারেন্স।দুদক'কে প্রধানমন্ত্রী একেবারে জিরো টলারেন্স নির্দেশনা দিয়েছেন।অদ্য বুধবার ২৬ শে জুন সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব বলেন তিনি।তিনি বলেন দুর্নীতির তদন্ত করার অধিকার আছে দুদকের এবং সে স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করেনি।দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টর্লারেন্স,কেউ দুর্নীতি করে ছাড় পাবে না।