ঢাকা | বঙ্গাব্দ

র‍্যাবের অভিযানে কালীগঞ্জে ৪৯৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটের কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ৪৯৬ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ন (র‍্যাব)।অদ্য
  • আপলোড তারিখঃ 01-08-2024 ইং
র‍্যাবের অভিযানে কালীগঞ্জে ৪৯৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন: র‍্যাবের অভিযানে কালীগঞ্জে ৪৯৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ওয়াদুদ আহমেদ,করেসপন্ডেন্ট,কালীগঞ্জ,লালমনিরহাট।


লালমনিরহাটের কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ৪৯৬ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ন (র‍্যাব)।অদ্য বৃহষ্পতিবার দুপুরে (র‌্যাব)-১৩ ব্যাটালিয়ন সদর রংপুর এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন চলবলা ইউনিয়নের অন্তর্গত নিথক এলাকার মাদক ব্যবসায়ি শামিমা সরকার (৩৯)'র বাড়িতে অভিযান চালিয়ে ৪৯৬ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।আটক শামিমা সরকার নিথক সোনাপুকুর এলাকার শাহআলম সরকারের মেয়ে।

র‍্যাপিড এ্যাকশান ব্যাটিলিয়ন (র‍্যাব)-১৩ এর সিনিয়র এএসপি সালমান নুর আলম জানান আটককৃত শামিমা সরকার প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে দীর্ঘদিন যাবত সে লালমনিরহাট সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ