ঢাকা | বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে রায়পুর ও রামগঞ্জ থানা ভাংচুর চালিয়েছে দূর্বৃত্ত,আওয়ামীলীগ নেতাদের বাসায় আগুন

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর পেয়ে লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ থানা ভাঙচুর চালিয়েছে দূর্বৃত্তরা।এরমধ্যে রামগঞ্জ
  • আপলোড তারিখঃ 05-08-2024 ইং
লক্ষ্মীপুরে রায়পুর ও রামগঞ্জ থানা ভাংচুর চালিয়েছে দূর্বৃত্ত,আওয়ামীলীগ নেতাদের বাসায় আগুন ছবির ক্যাপশন: লক্ষ্মীপুরে রায়পুর ও রামগঞ্জ থানা ভাংচুর চালিয়েছে দূর্বৃত্ত,আওয়ামীলীগ নেতাদের বাসায় আগুন

জেলা করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।


সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর পেয়ে লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ থানা ভাংচুর চালিয়েছে দূর্বৃত্তরা।এরমধ্যে রামগঞ্জ থানায় আগুন দেওয়া ঘটনাও ঘটেছে।অদ্য সোমবার ৫ ই আগস্ট বিকেলে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।তবে আগুনের বিষয়ে জানতে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবু রহমান ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমানকে কল দিলেও তারা রিসিভ করেননি।


এদিকে বিকেলে বিভিন্ন সময় শহরের ফায়ার সার্ভিস এলাকায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন,তমিজ মার্কেট এলাকায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু,হ্যাপি হল এলাকায় লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া,ফায়ার সার্ভিস এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও আজিম শাহ মার্কেট এলাকায় সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের বাসভবনে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।আগুন নেভানোর জন্য কারো কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না।


এর আগে গতকাল রবিবার ৪ ই আগস্ট বিকেলেও আওয়ামী লীগ নেতা নয়ন,যুবলীগ নেতা টিপু ও ছাত্রলীগ নেতা সোহেলে বাসায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।টিপুর বাসার আগুন এদিন রাত ২টার দিকে নিয়ন্ত্রণে আনা হয়।এছাড়া নয়ন ও সোহেলের বাসার ওইদিন সন্ধ্যায় আগুন দেওয়া হয়। সোমবার বিকেলে ফের আগুন ও বাসার মালামাল লুটপাট চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।এছাড়া শহরে একটি মোটরসাইকেলে আগুন দিতে দেখা গেছে।


অন্যদিকে আওয়ামী লীগ সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পুরো জেলা জুড়ে বিজয় মিছিল করছে।জেলার বিভিন্ন স্থানেসাটানো আওয়ামী লীগের ব্যানার-পেস্টুন ছিঁড়ে ও ভেঙে আগুন দিয়েছে বলে খবর পাওয়া গেছে। 






নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ