ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদগণের স্মরণে স্মরণসভা

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা প্রশাসনের
  • আপলোড তারিখঃ 27-11-2024 ইং
ভোলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদগণের স্মরণে স্মরণসভা ছবির ক্যাপশন: ভোলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদগণের স্মরণে স্মরণসভা
মোঃ নিরব,তজুমদ্দিন,ভোলা।

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৪ ইং সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদগণের স্মরণে "স্মরণ সভা" অনুষ্ঠিত হয়েছে।অদ্য বুধবার ২৭ শে নভেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু,তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন,উপজেলা যুবদল আহবায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ আব্দুর রব,বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওঃ আব্দুর রাজ্জাক,প্রেসক্লাবের যুগ্ম-আহবায়ক সাইদুল হক মুরাদ ও হেলাল উদ্দিন লিটন। এছাড়াও জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে খুনিদের গুলিতে তজুমদ্দিনের একমাত্র শহীদ মনিরের স্ত্রী রোজিনা বেগম,তার পিতা মোঃ আব্দুল মান্নান,ইসলামিক ফাউন্ডেশনের তজুমদ্দিন উপজেলা কো-অর্ডিনেটর নুরুল ইসলাম,ঢাকায় গুলিবিদ্ধ ছাত্র আশরাফুল ইসলাম নিশাদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন জুলাই-আগষ্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান শুধু বাংলাদেশে নয় পুরো এশিয়া মহাদেশের বৃহত্তর গণঅভ্যুত্থান।ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের পতনের মাধ্যমে দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো। দ্বিতীয়বার স্বাধীনতার মূল কারিগর আহত ও নিহতদের যেন জাতি ভূলে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।সভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া,কৃষি কর্মকর্তা নাজমুল হুদাসহ উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা,সাংবাদিক,সুশীলসমাজের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ