ওয়াদুদ আহমেদ,করেসপন্ডেন্ট,কালীগঞ্জ লালমনিরহাট।
লালমনিরহাটের হাতীবান্ধায় সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুর পদত্যাগসহ গ্রেফতারের দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল করেছে।এ সময় সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার করতে ১২ ঘন্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।অদ্য রবিবার ১৮ ই আগস্ট সকালে উপজেলা পরিষদ গেটের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেন ও হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুকে ১২ ঘন্টার মধ্যে পদত্যাগ ও গ্রেফতার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন ফ্যাসিবাদী স্বৈরাচার সরকারের দোসর,মিথ্যা মামলাবাজ,সাম্প্রদায়িক উস্কানিদাতা,দেশদ্রোহী দূর্নীতিবাজ উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনকে দ্রুত গ্রেফতার করতে হবে।
তারা আরও বলেন আগামী ১২ ঘন্টার মধ্যে যদি তাদের গ্রেফতার করা না হয় তাহলে আমরা আরও কঠোর আন্দোলনের ডাক দিবো।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আরিফ হাসান বলেন যতক্ষণ পর্যন্ত সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু গ্রেফতার ও পদত্যাগ করবেনা আমাদের আন্দোলন চলবে।