ঢাকা | বঙ্গাব্দ

বন্যা দুর্গতের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা

লক্ষ্মীপুরে বন্যা দুর্গতের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর
  • আপলোড তারিখঃ 29-08-2024 ইং
বন্যা দুর্গতের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ছবির ক্যাপশন: বন্যা দুর্গতের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা
নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।

লক্ষ্মীপুরে বন্যা দুর্গতের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।গতকাল বৃহস্পতিবার ২৯ শে আগস্ট রাত সাড়ে ৮ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার (১২নং ওয়ার্ড) লাহারকান্দি উচ্চ বিদ্যালয় আশ্রয়ণ কেন্দ্রের ৬০ পরিবারের মাঝে এ রান্না-করা খাবার বিতরণ করা হয়।কুমিল্লা সেনানিবাসের (১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) ক্যাপ্টেন শাহ্ মোহতাসিম রহমানের তত্ত্বাবধানে এ রান্নাকরা খাবার বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বাবুল হাজী,মোঃ ইসমাইল পাটোয়ারী,তারেক মোল্লা,মোঃ জুয়েলসহ প্রমুখ।

লক্ষ্মীপুরে প্রতিদিন ২টি আশ্রয়ণ কেন্দ্রে সেনাবাহিনীর উদ্যোগে রাতের বেলা রান্নাকরা খাবার বিতরণ করা হয়।এছাড়াও বন্যাদুর্গতের মাঝে শুকনো খাবার, ত্রাণ সামগ্রীসহ বিশুদ্ধ পানি,খাবার স্যালাইন বিতরণ করে আসছে।দেশের প্রতিটি দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সেবাই নিয়োজিত রয়েছে।উল্লেখ্য লক্ষ্মীপুর জেলা জুড়ে প্রায় ৮ লাখ মানুষ টানা বৃষ্টি ও উজানের ঢলে বন্যার পানিতে মানবেতর জীবন-যাপন করছে। এসব মানুষ বেশিরভাগ বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্র উঠলেও,এখনও অনেক পরিবার দিশেহারা হয়ে এদিক-ওদিক ছুটাছুটি করছে।গত ২দিন ধরে ধীরগতিতে বন্যার পানি নামতে শুরু করছে।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ