ঢাকা | বঙ্গাব্দ

ফেনীতে স্মরণকালের বন্যায় ২৩ জন নিহত

ভারতীয় উজানের পানি ও অতিবৃষ্টির কারণে ফেনীতে স্মরণকালের বন্যায় সর্বশেষ তথ্য মতে ২৩ জন
  • আপলোড তারিখঃ 30-08-2024 ইং
ফেনীতে স্মরণকালের বন্যায় ২৩ জন নিহত ছবির ক্যাপশন: ফেনীতে স্মরণকালের বন্যায় ২৩ জন নিহত
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।

ভারতীয় উজানের পানি ও অতিবৃষ্টির কারণে ফেনীতে স্মরণকালের বন্যায় সর্বশেষ তথ্য মতে ২৩ জন নিহত হয়েছেন।মানবিক বিপর্যয়কর ভয়াবহ এ বন্যায় জেলার ৬ উপজেলার ১১ লক্ষাধিক মানুষ পানিবন্দি ছিল।অনেকেই জোয়ারের পানিতে ভেসে যায়।তবে মৃত্যুর সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি তখন।  ইতিমধ্যে পানি কমে যাওয়ায় অনেকের গলিত মরদেহ পাওয়া যাচ্ছে।এদের সংখ্যা এ পর্যন্ত ২৩ জন বলে পুলিশ প্রশাসনের বরাতে গতকাল শুক্রবার ৩০ শে আগস্ট রাতে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।এর মধ্যে ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় অজ্ঞাতনামা পুরুষ (৩৩),অজ্ঞাতনামা পুরুষ (৪৫) ও তের বাড়িয়ার সালেহ আহমদের মেয়ে উম্মে সাইমা (৯) এর মরদেহ পাওয়া যায়।

এছাড়া ছাগলনাইয়া উপজেলায় অজ্ঞাতনামা নারী (৩৮),উত্তর মন্দিয়া গ্রামের ফুরফুরের নেছা (৭৫),কাশিপুর গ্রামের আইউব খান (৬০), পরশুরাম উপজেলার ধনিকুন্ডা এলাকার আমির হোসেনের ছেলে সাহাব উদ্দিন (৭০),মির্জানগরের দেলোয়ার হোসেন (৫০) ও ফুলগাজী উপজেলার নোয়াপুরের হাবিবের স্ত্রী শাকিলা (২২),উত্তর করইয়ার বেলালের ছেলে কিরণ (২০),দক্ষিণ শ্রীপুরের মিজানুর রহমানের ছেলে রাজু (২০),কিসমত বাসুডার রহিম বাদশার ছেলে আবুল খায়ের (৫০),লক্ষ্মীপুরের সিরাজুল ইসলামের ছেলে সৈয়দ তারেক (৩২),শনির হাটের নুর ইসলামের কন্যা রজবের নেছা (২৫),পূর্ব দরবার পুরের ইউসুফ (৬০) ও সোনাগাজী উপজেলার সমপুরের মাবুল হকের ছেলে নাঈম উদ্দিন (২৮),অজ্ঞাতনামা পুরুষ (৩৮),অজ্ঞাতনামা নারী (৩৮), ছাড়াইতকান্দির শেখ ফরিদের ছেলে আবির (৩),অজ্ঞাতনামা পুরুষ (৪০),অজ্ঞাতনামা পুরুষ (২২) জন,দাগনভুঁইয়া উপজেলার সাং উত্তর করিমপুরের নুর নবীর ছেলে নূর মোহাম্মদ মিরাজ (৮ মাস) ও আলমপুরের হুমায়ুন কবিরের ছেলে জাফর ইসলাম (৭)। 

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ