মোঃ আব্দুল কাহার ছিদ্দিকী,
করেসপন্ডেন্ট,সদর,রংপুর।
রংপুরে আওয়ামী নেত্রী সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাছিমা জামান ববির ইন্ধনে হিন্দু যুবক পলাশ কর্তৃক নিজের ঘরে আগুন লাগিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর অপচেষ্টার মিথ্যা মামলা হতে পরিত্রান চেয়ে মামলার ভুক্তভোগী আসামীগণ মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন-১ শাখা বরাবর আবেদন জমা করা হয়।
গতকাল বৃহস্পতিবার ২৮ শে নভেম্বর বেলা ১২ টায় নগরীর কাচারী বাজারস্থ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তৎকালীন জি আর-১০৩৬/২০১৭ এবং গঙ্গাচড়া জি আর-৩২৯/২০১৭ মামলার আসামীগণ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন তৎকালীন সদর উপজেলা চেয়ারম্যান,আওয়ামী নেত্রী নাছিমা জামান ববির ইন্ধনে পাগলাপীর ঠাকুরপাড়ার হিন্দু যুবক পলাশ তার নিজ বাড়িতে আগুন লাগিয়ে মুসলমানদের নামে মিথ্যা মামলা দায়ের ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর অপচেষ্টা করে।
পরে সেই ঘটনাকে কেন্দ্র করে মামলার আসামি হিসেবে আমাদেরকে গ্রেফতার ও হয়রানি শুরু করে।ঠাকুর পাড়ায় হিন্দু বাড়িতে আগুন দেয়ার সাথে আমরা কেউই জড়িত ছিলাম না।কিন্তু সাবেক চেয়ারম্যান ববির দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করাই আমাদের কাল হয়েছিল।সে তার রাজনৈতিক ও ব্যক্তিগত ফায়দা হাসিল করতে বানোয়াট ঘটনা সাজিয়ে আমাদেরকে আসামি বানিয়ে তার দুর্নীতি করার রাস্তা পরিষ্কার করেছিল।
বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে কোতয়ালী জি আর-১০৩৬/২০১৭ এবং গঙ্গাচড়া জি আর-৩২৯/২০১৭ ইং মামলা দু'টি প্রত্যাহারের দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন তৌহিদুর রহমান রাজু,ইঞ্জিনিয়ার ফজলার রহমান,
এনামুল হক মাজেদী,জেলা এবি পার্টির সভাপতি আব্দুল বাসেত মারজান,
ইসরাফিল মিয়া,তৌহিদুর রহমান, দেলোয়ার হোসেন,ফজলার রহমান,
রফিকুল ইসলাম, মোকাব্বর রহমান,
মাইদুল ইসলাম,হাফেজ মজিদুল ইসলাম প্রমুখ।