ঢাকা | বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ
  • আপলোড তারিখঃ 01-09-2024 ইং
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন
স্টাফ রিপোর্টার,দৈনিক প্রথম সকাল। 

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউ ইয়র্ক সফরে যাবেন।অদ্য রবিবার ১ লা সেপ্টেম্বর দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন।জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন,সিদ্ধান্ত হয়েছে।এখন আমি ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছি।তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। ওয়াশিংটনে গেলে হয়তো আরও কিছু কাজ করতে পারতেন,কিন্তু তিনি অল্প সময়ে তাড়াতাড়ি নিউইয়র্ক থেকে ফিরে আসবেন।

প্রধান উপদেষ্টা নিউইয়র্ক সফরে কবে যাচ্ছেন-জানতে চাইলে তিনি বলেন,আরেকটু সময় যাক,পরে সেটি বোঝা যাবে।সেখানে কোনো বৈঠক হবে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন এটা তো গেলে হবেই।কিছু কিছু কথাবার্তা হচ্ছে।কিছু বৈঠক হবে এটুকু বলতে পারি।তবে,স্পেসিফিক বলতে পারি না।সব ক্ষেত্রে সব হেড অব স্টেট যান এমনটা তো নয়।নিউইয়র্কে যে ফরম্যাট সেভাবে হবে। ওয়াশিংটনে তো তিনি যাবেন না। 







নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ