ঢাকা | বঙ্গাব্দ

রাজনীতিতে নামার ঘোষণা দিলেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন

রাজনীতি, ঘোষণা, দিলেন, আনার, মেয়ে ,মুমতারিন ,ফেরদৌস ,ডরিন
  • আপলোড তারিখঃ 11-06-2024 ইং
রাজনীতিতে নামার ঘোষণা দিলেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ছবির ক্যাপশন: রাজনীতিতে নামার ঘোষণা দিলেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।  


রাজনীতিতে নামার ঘোষণা দিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।ডরিন বলেন আমার বাবার দেখানো পথে চলেছি এতদিন।৮ম শ্রেণিতে থাকাকালীন ছাত্র লীগের মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ শুরু করি।জেলা ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠানেও আমার সরব উপস্থিতি ছিল।ছাত্রলীগ রাজনীতির আঁতুড়ঘর।সেজন্য আমি দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।কালীগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নের নেতাকর্মীরা আমাকে চেনেন রাজনীতি করবো।


উল্লেখ্য গত ১২ ই মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে  ভারতে যান সংসদ সদস্য আনার ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে।পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন।এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ আনোয়ারুল আজিম।


বাড়ি থেকে বের হওয়ার পাঁচদিন পরে গত ১৮ ই মে বরাহনগর থানায় আনার নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস।এরপরও খোঁজ মেলেনি তিনবারের এই সংসদ সদস্যের।হঠাৎ খবর ছড়ায় কলকাতার পাশের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেনস নামে ১টি বহুতল আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে সংসদ সদস্য আনার খুন হয়েছেন।ঘরের ভেতর পাওয়া গেছে রক্তের ছাপ,তবে মেলেনি মরদেহ।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ