ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশিরা ভিসা ফি ছাড়াই পাকিস্তান যাতায়াত করতে পারবেন

পাকিস্তানের নতুন ভিসা নীতিমালা অনুযায়ী বাংলাদেশিরা ভিসা ফি ছাড়াই দেশটিতে যাতায়াত করতে
  • আপলোড তারিখঃ 02-09-2024 ইং
বাংলাদেশিরা ভিসা ফি ছাড়াই পাকিস্তান যাতায়াত করতে পারবেন ছবির ক্যাপশন: বাংলাদেশিরা ভিসা ফি ছাড়াই পাকিস্তান যাতায়াত করতে পারবেন
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।

পাকিস্তানের নতুন ভিসা নীতিমালা অনুযায়ী বাংলাদেশিরা ভিসা ফি ছাড়াই দেশটিতে যাতায়াত করতে পারবেন।২ সপ্তাহ আগে ঘোষণা করা নতুন ভিসা নীতিমালায় এ সুযোগ পাচ্ছে আরও ১২৫টি দেশের নাগরিকরা।গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীর (অবঃ) সাথে সচিবালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ সৌজন্য সাক্ষাৎ করেন।এ সময় তিনি এ কথা জানান।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বন্যা পুনর্বাসন,পারস্পরিক সম্পর্ক উন্নয়ন,ভিসা সহজীকরণ,সরাসরি ফ্লাইট চালু,কৃষি গবেষণায় সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।  রাষ্ট্রদূত পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য উপকরণ দিয়ে সহায়তার আশ্বাস দেন।রাষ্ট্রদূত বিগত ১৫ বছরে দ্বি-পাক্ষিক সম্পর্কে যে শুষ্কতা পরিলক্ষিত হয়েছে,তার উত্তরণ ঘটিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের আহবান জানান।  

হাইকমিশনার বাংলাদেশের সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এর প্রভাব পাকিস্তানে পড়েছে উল্লেখ করে বলেন সে সময় অনেক পাকিস্তানি নাগরিক বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ-উৎসব করেছে।বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন দুর্নীতি প্রতিরোধ ও দ্রব্য মূল্যের লাগাম টেনে রাখাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।পাকিস্তানও একই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে মর্মে ২জন একমত প্রকাশ করেন।  

রাষ্ট্রদূত পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর উপর গুরুত্বারোপ করেন।সর্বশেষ ২০১৮ ইং সালে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু ছিলো।বৈঠকে মানব পাচার প্রতিরোধ,সন্ত্রাস দমন ও কৃষি গবেষণা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।সাক্ষাৎকালে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর কামরান ধাঙ্গাল ও জাইন আজিজসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 










নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ