ঢাকা | বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি কর্তৃক ভারতীয় মোবাইল,মোটরসাইকেলসহ ২ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহজাহানপুর গ্রামে চোরাচালান
  • আপলোড তারিখঃ 07-10-2024 ইং
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি কর্তৃক ভারতীয় মোবাইল,মোটরসাইকেলসহ ২ জন গ্রেফতার ছবির ক্যাপশন: চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি কর্তৃক ভারতীয় মোবাইল,মোটরসাইকেলসহ ২ জন গ্রেফতার
বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহজাহানপুর গ্রামে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)। এ সময় ৪২টি মোবাইল ও ১টি মোটরসাইকেল উদ্ধার পূর্বক ২ জনকে গ্রেফতার করা হয়। গতকাল রবিবার ৬ ই অক্টোবর দুপুর ১.৩০ মিনিটের সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)'র অধীনস্থ শিংনগর বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।এ সময় মোঃ নাফিউল্লা (২৩),পিতা-তোজাম্মেল হক এবং মোঃ ফয়সাল (২২), পিতা-মোঃ মনিরুল ইসলামকে ভারতীয় মোবাইল, মোটরসাইকেল সহ তাদের গ্রেফতার করা হয়।  

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি আরও জানান আটককৃত চোরাকারবারীদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে।

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ