বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহজাহানপুর গ্রামে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)। এ সময় ৪২টি মোবাইল ও ১টি মোটরসাইকেল উদ্ধার পূর্বক ২ জনকে গ্রেফতার করা হয়। গতকাল রবিবার ৬ ই অক্টোবর দুপুর ১.৩০ মিনিটের সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)'র অধীনস্থ শিংনগর বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।এ সময় মোঃ নাফিউল্লা (২৩),পিতা-তোজাম্মেল হক এবং মোঃ ফয়সাল (২২), পিতা-মোঃ মনিরুল ইসলামকে ভারতীয় মোবাইল, মোটরসাইকেল সহ তাদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি আরও জানান আটককৃত চোরাকারবারীদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে।