ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

বাংলাদেশে হিন্দু,খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার
  • আপলোড তারিখঃ 31-10-2024 ইং
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ছবির ক্যাপশন: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক,দৈনিক প্রথম সকাল।  

বাংলাদেশে হিন্দু,খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় বৃহস্পতিবার ৩১ শে অক্টোবর মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টের মাধ্যমে তিনি এ নিন্দা জানান।ঐ পোস্টে ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন এমন দাবি করে বাংলাদেশের কড়া সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।এমনকি বর্তমানে বাংলাদেশ পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

টুইটে তিনি লিখেছেন "আমি বাংলাদেশে হিন্দু,খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি।দেশটিতে দলবদ্ধভাবে তাদের উপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে।বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।তার সময়ে এমনটা কখনো হয়নি উল্লেখ করে ট্রাম্প লিখেছেন "কমলা ও জো (প্রেসিডেন্ট জো বাইডেন) বিশ্বজুড়ে ও আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করে আসছে।ইসরায়েল থেকে ইউক্রেন এবং সেখান থেকে আমাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত পর্যন্ত এলাকার জন্য তারা একটি বিপর্যয় হয়ে এসেছেন। সেখানে আমরা আবার আমেরিকাকে শক্তিশালী করব এবং সেই শক্তি দিয়ে আবার শান্তি ফিরিয়ে আনব।

এছাড়া যুক্তরাষ্ট্রেও হিন্দুদের ধর্মীয় বিদ্বেষ থেকে সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।তিনি বলেছেন "আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়াই করব।আমার প্রশাসনের সময় আমরা ভারত ও আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমাদের বৃহত্তর অংশীদারত্ব আরও জোরদার করব।নির্বাচনের ঠিক চারদিন আগে সংখ্যালঘুদের পক্ষে করা টুইটে ট্রাম্প আরও লিখেছেন কমলা হ্যারিস আরও বিধি-নিষেধ আরোপ করে এবং কর বাড়িয়ে আপনাদের ক্ষুদ্র ব্যবসা ধ্বংস করে দেবেন।পক্ষান্তরে আমি কর ও বিধি-নিষেধ কমিয়ে এবং আমেরিকার শক্তির বিকাশ ঘটিয়ে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি তৈরি করি।আমরা আবার সেটা করব। তা হবে আগের যে কোনো সময়ের চেয়ে বড় ও ভালো।এবং আমরা আবার আমেরিকাকে মহান করে তুলব।

সবশেষে হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন আমি আশা করি,আলোর এ উৎসব খারাপকে দূর করে শুভ-এর বিজয় নিয়ে আসবে। 





নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ