ঢাকা | বঙ্গাব্দ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু,সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২
  • আপলোড তারিখঃ 11-10-2024 ইং
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু,সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে ছবির ক্যাপশন: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু,সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে
নিজস্ব প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। 

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২০১ জনে দাঁড়িয়েছে।এছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন রোগী।অদ্য শুক্রবার ১১ ই অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে একজন করে মোট দুইজন মারা গেছেন।অন্যদিকে এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪৯০ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী (১২২) ভর্তি হয়েছে ঢাকা বিভাগে।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) ১২১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ১০৪ জন,চট্টগ্রাম বিভাগে ৫৯ জন, খুলনা বিভাগে ৩৫ জন,বরিশাল বিভাগে ২৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন এবং রংপুর বিভাগে ৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে চলতি বছরের প্রথম দিন থেকে ১১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট ২০১ জনের মৃত্যু হয়েছে।আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৮৯৫ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ১০৭ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) ২৮ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ২৩ জন,চট্টগ্রাম বিভাগে ২১ জন,খুলনা বিভাগে ১২ জন,ঢাকা বিভাগে ৭ জন ছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা ও রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে একজন করে মোট ৩জন ডেঙ্গুতে মারা গেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ