ঢাকা | বঙ্গাব্দ

অর্থ নয়-ছয় করার অভিযোগে ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর গ্রেফতার

অর্থ নয়-ছয় করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)'র মামলায়
  • আপলোড তারিখঃ 16-10-2024 ইং
অর্থ নয়-ছয় করার অভিযোগে ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর গ্রেফতার ছবির ক্যাপশন: অর্থ নয়-ছয় করার অভিযোগে ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর গ্রেফতার
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।   

অর্থ নয়-ছয় করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)'র মামলায় ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে গ্রেফতার করা হয়েছে।আজ বুধবার ১৬ ই অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক)'র উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান মঙ্গলবার রাতে ডাকেরসাবেক ডিজিকে গ্রেফতারকরা হয়।আজ বুধবার তাকে আদালতে তোলা হবে।

দুর্নীতি দমন কমিশন (দুদক)'র  সহকারী পরিচারক মোঃ আবুল কালাম আজাদ গত ২০ অগাস্ট সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে ঐ মামলা দায়ের করেন।অভিযোগে বলা হয় পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি' শীর্ষক প্রকল্পের আওতায় ১৫ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থা থেকে ৫০০টি এইচপি সার্ভারএবং উইনার ইউপিএসসহ অন্যান্য ইলেট্রেনিক সামগ্রী কেনা হয়।পরে জেলা ও উপজেলা পর্যায়ে ডাকঘরগুলোতে বিতরণ করা হয় সেসব সরঞ্জাম।প্রকল্পের আওতায় সংগৃহীত এসসব যন্ত্রের কোনটিই ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।কোনো কোনো ক্ষেত্রে মেশিন ও যন্ত্রাংশ প্যাকেটজাত অবস্থাতেই পড়ে ছিল।এসব মেশিন কী কাজে ব্যবহার করা হবে তার কোনো নির্দেশনা প্রকল্প কর্তৃপক্ষ না দেওয়ায় যন্ত্রগুলো কোনো কাজে আসেনি।

এসব কারণে সুধাংশের বিরুদ্ধে সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন,২০০৯ ইং এর ২৩ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।পাশাপাশি তিনি সরকারি অর্থের অপব্যবহার করে দন্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ ইং সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।উল্লেখ্য দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২০ ইং সালে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল সুধাংশু শেখর ভদ্রকে।




নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ