ঢাকা | বঙ্গাব্দ

মৃত্যুদন্ড কার্যকর করা আলোচিত সেই জল্লাদ শাহজাহান ভূঁইয়ার মৃত্যু বরন

মানবতাবিরোধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের মৃত্যুদন্ড কার্যকর করা আলোচিত সেই জল্লাদ শাহজাহান ভূঁইয়া মৃত্যু বরন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ সোমবার২৪ ই জুন সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু
  • আপলোড তারিখঃ 24-06-2024 ইং
মৃত্যুদন্ড কার্যকর করা আলোচিত সেই জল্লাদ শাহজাহান ভূঁইয়ার মৃত্যু বরন ছবির ক্যাপশন: মৃত্যুদন্ড কার্যকর করা আলোচিত সেই জল্লাদ শাহজাহান ভূঁইয়ার মৃত্যু বরন

নিজস্ব প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।


মানবতাবিরোধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের মৃত্যুদন্ড কার্যকর করা আলোচিত সেই জল্লাদ শাহজাহান ভূঁইয়া মৃত্যু বরন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ সোমবার২৪ ই জুন সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান আজ ভোর ৫টার দিকে জল্লাদ শাহজাহানকে হেমায়েতপুর থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসে তার বাড়ির মালিক।বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে নিয়ে আসা হয় শাহজাহানকে।হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


জানা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ ঘাতক,৬ জন যুদ্ধাপরাধী,কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার,জঙ্গি নেতা বাংলাভাই,আতাউর রহমান সানী,শারমীন রীমা হত্যার আসামী খুকু মনির,ডেইজি হত্যা মামলার আসামী হাসানসহ আলোচিত ২৬ জনের ফাঁসি কার্যকর করেছেন শাহজাহান।২০০১ ইং সাল থেকে তিনি ফাঁসি কার্যকর শুরু করেন।


শাহজাহান ভূঁইয়া নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামের বাসিন্দা।তার বাবার নাম হাছেন আলী ভূঁইয়া।নানান অপরাধে গ্রেফতারের পর শাহজাহান ১৯৯১ ইং সালের ১৭ ই ডিসেম্বর মানিকগঞ্জ জেলা কারাগারে যান।২০২৩ ইং সালের ১৮ ই জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ