স্পোর্টস নিউজ,দৈনিক প্রথম সকাল।
বাংলাদেশের সাথে চন্ডিকা হাথুরুসিংহের সময় শেষ।গতকাল মঙ্গলবার ১৫ ই অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ তা জানিয়ে দিয়েছেন সংবাদ সম্মেলনে।পাশাপাশি নতুন কোচ হিসেবে ঘোষণা করেন ফিল সিমন্সের নাম।ওয়েস্ট ইন্ডিজের এই কোচ এরমধ্যে আজ (বুধবার) বাংলাদেশে এসে পৌঁছেছেন।ঢাকায় নেমেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এলেন ফিল সিমন্স।সেখানে খেলোয়াড়দের সাথে দেখা করলেন।যাদের সাথে কাজ করবেন,তাদের সাথে আলাপে মশগুল হয়ে উঠলেন।সিমন্সকে বেশ হাসিখুশি মনে হলো।
দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশে সিমন্সের কোচিং যাত্রা।এরমধ্যে আজ সকালে ঢাকায় এসে নেমেছে দক্ষিণ আফ্রিকা দল।আগামী ২১ শে অক্টোবর থেকে শুরু হচ্ছে ২ দলের দুই টেস্টের সিরিজ।এর আগে সিমন্স দলের সঙ্গে খুব কমই কাজ করার সুযোগ পাবেন।তবে অভিজ্ঞতার ভারী ঝুলি অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে দিতে চাইবেন তিনি।এর আগে ওয়েস্ট ইন্ডিজ,আয়ারল্যান্ড,জিম্বাবুয়ে,আফগানিস্তানের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।