ঢাকা | বঙ্গাব্দ

লালমনিরহাটের তিস্তা নদীতে মেহেদি রাঙানো তরুণীর ২ হাত বাঁধা লাশ উদ্ধার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদীতে এক তরুণীর হাত বাঁধা
  • আপলোড তারিখঃ 22-09-2024 ইং
লালমনিরহাটের তিস্তা নদীতে মেহেদি রাঙানো তরুণীর ২ হাত বাঁধা লাশ উদ্ধার ছবির ক্যাপশন: লালমনিরহাটের তিস্তা নদীতে মেহেদি রাঙানো তরুণীর ২ হাত বাঁধা লাশ উদ্ধার
ওয়াদুদ আহমেদ,কালীগঞ্জ,লালমনিরহাট। 

লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদীতে এক তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।মেয়েটির বয়স ১৮ থেকে ২০ বছর বলে পুলিশ ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি।অদ্য রবিবার ২২ শে সেপ্টেম্বর সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা মাদরাসা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানায় আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী।

স্থানীয়রা জানান সকালে কৃষকেরা কাজ করতে গিয়ে চোরাহা মাদ্রাসা এলাকায় তিস্তা নদীর চরে আটকে থাকা ওই যুবতীর লাশ দেখতে পান।খবর পেয়ে আদিতমারী থানার পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।উপস্থিত জনতা তার পরিচয় শনাক্ত করতে না পারলেও ধারণা করছেন উজান থেকে লাশটি ভেসে এসেছে।

পুলিশ জানিয়েছে তার হাত মেহেদি রাঙা এবং লেখা আছে "আই লাভ ইউ"।দুই হাত ওড়না দিয়ে পেছন দিকে বাঁধা। কালো রংঙের বোরকা পরিহিতা এই যুবতীর মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া ছিল।আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে,ঘাতকেরা তাকে মেরে হাত বেঁধে মুখ অ্যাসিডে ঝলসে দিয়েছে।তার পরিচয় শনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠানো হয়েছে।





নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ