ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় ছাত্র-জনতার মিছিলে বিএনপি নেতা উপর হামলার ঘটনায় ২ সহোদর গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি ও বিএনপি
  • আপলোড তারিখঃ 19-10-2024 ইং
পটিয়ায় ছাত্র-জনতার মিছিলে বিএনপি নেতা উপর হামলার ঘটনায় ২ সহোদর গ্রেফতার ছবির ক্যাপশন: পটিয়ায় ছাত্র-জনতার মিছিলে বিএনপি নেতা উপর হামলার ঘটনায় ২ সহোদর গ্রেফতার
জেলা করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি ও বিএনপি নেতা উপর হামলার ঘটনায় দুই সহোদরকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।গতকাল শনিবার ১৯ শে অক্টোবর রাতে পটিয়া পৌর সদর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।আটককৃ্তরা হলোঃ-উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআটি গ্রামের মৃত নুরুল আবসারের ছেলে মুসলিম জামান সবুজ (৩০) ও তার ছোট ভাই আক্তারুজ্জামান শাকিল (২৪)। 

পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম পৃথক অভিযান চালিয়ে এ দুই সহোদরকে গ্রেফতার করে।তাদের মধ্যে আক্তারুজ্জামান শাকিল গত ৪ ঠা আগষ্ট পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে আওয়ামী লীগ নেতা লিটন বড়ুয়ার সাথে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন।তখন ভিডিও ফুটেজে শাকিলকে শনাক্ত করে পুলিশ।তার বড় ভাই মুসলিম জামান সবুজ ২০১৮ ইং সালের একাদশ জাতীয় সংসদের নির্বাচনে বিএনপি প্রার্থী এনামুল হক এনামের গাড়ি বহরে হামলা-ভাংচুর করার অভিযোগের মামলার আসামি।

এছাড়া তারা এলাকায় মাদক কারবারিসহ নানা অপরাধ কর্মাকান্ডের সাথে সম্পৃক্ত।গতকাল শনিবার রাতে তাদের আটক করে থানা হাজতে রাখা হয়েছে।২ সহোদরকে গত ৪ ঠা আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও বিএনপি-জামায়াত ইসলামীর দায়ের করা পৃথক ৩টি মামলায় আসামি করা হচ্ছে।আগামী রবিবার ২০ শে অক্টোবর তাদের পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।  

স্থানীয় সূত্রে জানা যায় সাবেক হুইপ সামশুল হক চৌধুরীর সাবেক এপিএস এজাজের সেকেন্ড ইন কমান্ড মুসলিম জামান সবুজ।তিনি এজাজের ইয়াবা ব্যবসা দেখাশোনা ও সরবরাহ করতেন।তার ছোট ভাই শাকিল আওয়ামী লীগ নেতা লিটন বড়ুয়ার সেকেন্ড ইন কমান্ড।তারা দুই ভাই এলাকার ত্রাসের রাজত্ব কায়েম করতেন।ভয়ে তটস্থ থাকতেন সবাই।  

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নুর বলেন সবুজ ও শাকিল নামে ২ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মিছিল গুলি,বিএনপির অফিস,ভাংচুর ও জামায়াত নেতাকে হত্যা চেষ্টা মামলাসহ ৩টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।তাদের আগামী রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।পরে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে। 






নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ