ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় আলো‌চিত ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান নিয়াজ হত্যা মামলায় ২১ জনের যাবজ্জীবন

খুলনা জেলার খালিশপুর উপজেলায় মাদক বিক্রির প্রতিবাদ করার জন্য হাজী
  • আপলোড তারিখঃ 22-10-2024 ইং
খুলনায় আলো‌চিত ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান নিয়াজ হত্যা মামলায় ২১  জনের যাবজ্জীবন ছবির ক্যাপশন: খুলনায় আলো‌চিত ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান নিয়াজ হত্যা মামলায় ২১ জনের যাবজ্জীবন
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।

খুলনা জেলার খালিশপুর উপজেলায় মাদক বিক্রির প্রতিবাদ করার জন্য হাজী মুহাম্মদ মহসিন কলেজের আলো‌চিত ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান নিয়াজ হত্যা মামলায় ২১ আসা‌মিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।একইসাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।অদ্য মঙ্গলবার ২২ শে অক্টোব) দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম এ রায় দেন।রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি ‌রোমানা তানহা।

আদালত সূত্রে জানা গেছে ২০২০ ইং সালের ১৯ শে আগস্ট রাত ৯টার দিকে মাদক বিক্রির প্রতিবাদ করাকে কেন্দ্র করে খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক সংলগ্ন ক্রিয়েটিভ কার্টস অ্যান্ড কফি হাউজের মধ্যে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে খুন করে কলেজ ছাত্র হাসিবুর রহমান নিয়াজকে।সে তৈয়্যেবা কলোনির বাসিন্দা ও মিল শ্রমিক মোঃ হাবিবুর রহমানের ছেলে।

এ সময় তাকে বাঁচানোর জন্য দু'বন্ধু যোবায়ের ও রানা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়।সে সময় হত্যাকান্ডের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।ঘটনার পরের দিন নিহতের বাবা হাসিবুর রহমান বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেন।মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন সৈকত, মোঃ মেহেদী হাসান রাব্বি,অন্তু,মোঃ সাজ্জাত হোসেন,ইমদাদুল ইসলাম হৃদয়,মোঃ আরিফ (ওরফে) চোরা আরিফ,মোঃ মুন্না, রফিকুল হাসান শাওন ওরফে আতাং বাবু,মোঃ সাইফুল,মোঃ মোস্তাক আহমেদ,মিঠাই হৃদয়,মোঃ ফাহিম (ওরফে) কালা ফাহিম,রুবেল,মোঃ মিজানুর রহমান, সবুজ,মোঃ ফয়েজুর রহমান আরাফাত,মোঃ তুষার,তুষার আশিকুর রহমান মোল্লা,রাব্বি (ওরফে) নাটা রাব্বি,নাইম বাবু ওরফে পয়েন্ট বাবু, রায়হান, ইয়াছির রাব্বি (ওরফে) জুয়েল ওরফে নাটা জুয়েল,সালমান,সাকিব শেখ,নাঈমুর রহমান ফাহিম,রুনু হওলাদার।

চলতি বছরের ৭ ই মার্চ থেকে আলোচিত কলেজ ছাত্র হাসিবুর রহমান নিয়াজ হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু হয়।পরে নির্ধারিত সময়ে বিচার শেষ না হওয়ায় আদালত মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বদলি করেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ