ঢাকা | বঙ্গাব্দ

সারাদেশে আরও ২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত

সারাদেশ, আরও, ২৭ ,জন ,ডেঙ্গু,আক্রান্ত
  • আপলোড তারিখঃ 20-05-2024 ইং
সারাদেশে আরও ২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত ছবির ক্যাপশন: সারাদেশে আরও ২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।


সারাদেশে আরও ২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি।আজ সোমবার ২০ ই মে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয় গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে)৫জন,চট্রগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬জন,ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩জন,ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫জন,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫জন এবং রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩জন রয়েছেন।


২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন,চলতি বছরে মোট দুই হাজার ৪৮৪ জন ছাড়পত্র পেয়েছেন।চলতি বছরের ২০ মে পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে দুই হাজার ৬৫৫ জন।এর মধ্যে এক হাজার ৬০০ জন পুরুষ এবং এক হাজার ৫৫ জন নারী রয়েছেন।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৩৩ জন।মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ এবং জন ১৯ জন নারী রয়েছেন।২০২৩ ইংসালের ১ লা জানুয়ারি থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। 



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ