ঢাকা | বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য বিশ্বব্যাপী মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছেঃ প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য বিশ্বব্যাপী
  • আপলোড তারিখঃ 17-11-2024 ইং
অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য বিশ্বব্যাপী মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছেঃ প্রধান উপদেষ্টা ছবির ক্যাপশন: অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য বিশ্বব্যাপী মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছেঃ প্রধান উপদেষ্টা
সিনিয়র করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য বিশ্বব্যাপী এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ রবিবার ১৭ ই নভেম্বর সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি একথা জানান।ড.মুহাম্মদ ইউনূস বলেন এ সরকারকে ব্যর্থ করার জন্য,অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে,প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে।তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা।

তিনি বলেন পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে সে অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে।তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না।তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু।জাতি হিসেবে আমাদের অবসান।সাবধান থাকুন।তাদের সব হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দিন।যেভাবে নস্যাৎ করেছিলেন তাদের বন্দুকের গুলিকে।তাদের আয়নাঘরকে।প্রতি পায়ে তাদের অনাচারের শিকলকে।এ ব্যাপারে সবাই একমত থাকুন,ঐক্যবদ্ধ থাকুন।

প্রধান উপদেষ্টা বলেন পরাজিত শক্তি নানা চেহারা নিয়ে আপনাদের প্রিয়পাত্র হবার চেষ্টা করছে।পরাজিত শক্তির ষড়যন্ত্র থেকে নিজেকে মুক্ত রাখুন,দেশকে মুক্ত রাখুন।এ ব্যাপারে অনড় থাকুন।এমন কিছু করবেন না যা তাদেরকে উৎসাহিত করতে সাহায্য করে।তাদেরকে সকল দিক থেকে নিরাশ করুন।সেটা নিশ্চিত করতে পারলে আমাদের আর কোন বিষয়ে সংশয় করার প্রয়োজন নেই।সরকারের পক্ষ থেকে আমি নিশ্চয়তা দিচ্ছি সকল প্রকার সীমাবদ্ধতা সত্বেও আমরা আপনাদেরকে একটা মজবুত অর্থনীতি দিয়ে যাবো,ভবিষ্যতে চলার পথকে সহজগম্য করে যাবো,নাগরিক অধিকারসমূহ নিশ্চিত করে যাবো।বিপক্ষ শক্তি যত শক্তিশালীই হোক,নাশকতার যত রকমই উদ্ভট পরিকল্পনাই করুক--সব কিছু নস্যাৎ করার জন্য প্রস্তুত থাকুন।এবার যে মুক্তি আমরা অর্জন করেছি তা আমাদের কাছ থেকে কেউ যেন ছিনিয়ে নিতে না-পারে তার জন্য সর্বমুহুর্তে প্রস্তুত থাকুন।

জনগণের উদ্দেশে তিনি বলেন, আপনারা জেনেছেন পতিত সরকার ও তার দোসররা প্রতিবছর দেশ থেকে ১২-১৫ বিলিয়ন ডলার পাচার করেছে।দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল,বাংলাদেশ সম্প্রতি এই তথ্য দিয়েছে।পাচার হয়ে যাওয়া এই অর্থ ফিরিয়ে আনার জন্য সম্ভব সব ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করেছি।এ কাজে সফল হতে পারলে আমাদের অর্থনীতি আরও গতি পাবে।এ কাজে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থার সাহায্য নিচ্ছি।

বিশ্ব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের এই সংকটময় সময়ে তারা প্রায় সবাই সহযেগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।আমি যখন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেই,সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র,ইউরোপিয়ান ইউনিয়ন,কানাডা,ইতালি,হল্যান্ড,জাতিসংঘ মহাসচিবসহ বিশ্বের অনেক দেশের সরকার প্রধানের সাথে আমার বৈঠক করার সুযোগ হয়। তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রতি সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন।নেপাল,মালদ্বীপ,পাকিস্তানসহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সাথে ও আমার বৈঠক হয়েছে যেখানে আমি সার্ককে পুনরুজ্জীবিত করার কথা বলেছি। 





নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ