ঢাকা | বঙ্গাব্দ

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আদালতে

যুবদল নেতা ও মিরপুরের বাঙ্গালিয়ানা ভোজের সহকারি বাবুর্চি
  • আপলোড তারিখঃ 22-10-2024 ইং
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আদালতে ছবির ক্যাপশন: সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আদালতে
স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল। 

যুবদল নেতা ও মিরপুরের বাঙ্গালিয়ানা ভোজের সহকারি বাবুর্চি হৃদয় মিয়া হত্যা চেষ্টা মামলার রিমান্ড শুনানিতে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে আদালতে আনা হয়েছে।অদ্য মঙ্গলবার ২১ শে অক্টোবর বেলা ১১টা ২৫ মিনিটে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর আব্দুল হালিম তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন।তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তাকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।কিছুক্ষণের মধ্যে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।এর আগে সোমবার রাত ১টা ২০ মিনিটের দিকে মিরপুর-৬ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।মামলার অভিযোগ থেকে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ শে জুলাই হৃদয় জুমার নামাজ আদায় করে মিরপুর-১০ নম্বরে সমাবেশে যান।সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়।ককটেল বোমা নিক্ষেপ করে।গুলিও চালায়,এতে গুলিবিদ্ধ হন হৃদয়।তিনি হবিগঞ্জের মাধবপুর ১০ নং হাতিয়াইন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি।এ ঘটনায় তিনি ২৩ শে সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি ব্যারিস্টার সুমন। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ