ঢাকা | বঙ্গাব্দ

নদীর পানি বিপদ সীমা ছুঁই ছুঁই,তিস্তা-দুধকুমারের নিম্ন-অঞ্চল প্লাবিত

নদী, পানি, বিপদ ,সীমা ,ছুঁই, তিস্তা,দুধ,কুমার, নিম্ন,অঞ্চল ,প্লাবিত
  • আপলোড তারিখঃ 19-06-2024 ইং
নদীর পানি বিপদ সীমা ছুঁই ছুঁই,তিস্তা-দুধকুমারের নিম্ন-অঞ্চল প্লাবিত ছবির ক্যাপশন: নদীর পানি বিপদ সীমা ছুঁই ছুঁই,তিস্তা-দুধকুমারের নিম্ন-অঞ্চল প্লাবিত

বিশেষ করেসপন্ডেন্ট,দৈনিক প্রথম সকাল।


উজান থেকে নেমে আসা ঢল আর ভারী বৃষ্টিপাতের কবলে কুড়িগ্রামে দুধকুমার,ধরলা,ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদী।এর ফলে পানি ক্রমশ পানি বাড়ছে নদীগুলোর।পানি বৃদ্ধির ফলে এসব নদীর তীরবর্তী নিচু অঞ্চল প্লাবিত হয়েছে।এদিকে,তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদ সীমা ছুঁই ছুঁই করছে।পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।তিস্তা ও সানিয়াজান নদী পাড়ের বাসিন্দারা বন্যার আশংকা করছেন।পানি বাড়ারসাথে সাথে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের ঘরবাড়ি ও রাস্তাঘাট।


অদ্য বুধবার ১৯ শে জুন সকাল ৯টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদ সীমার ২০ সেন্টিমিটার ও দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টেে বিপদ সীমা ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।আজ সকাল ৯টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৯২ সেন্টিমিটার,যা বিপদ সীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


চর অঞ্চলে পানি ওঠার ফলে পানি বন্দি হয়ে পড়েছে এসব চর অঞ্চলের বাসিন্দারা।পানিতে তলিয়ে গেছে এসব চরের শাক-সবজি ও পাটের আবাদ।দুধকুমার নদীর অববাহিকার ভূরুঙ্গামারী উপজেলার ছিটপাইকের ছড়া ও পাইক ডাঙ্গা,চরবলদিয়া,চর শতিপুরি, নাগেশ্বরী উপজেলার ফান্দের চরসহ বেশ কিছু চর অঞ্চল তলিয়ে গেছে।এখানকার প্রায় ৩ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।এসব এলাকার পাট,শাক-সবজির আবাদ পানিতে তলিয়ে গেছে।


ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মেম্বার জাহাঙ্গীর আলম হ্যাপি জানান গত ৩দিন থেকে ইউনিয়নটির পাইকডাঙ্গা ও ছিট পাইকের ছড়া গ্রামের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে আছে।নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান তার ইউনিয়নের ফান্দের চর একলায় পানি উঠেছে।এখানে প্রায় ১শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নিম্ন অঞ্চলে স্বল্প মেয়াদি বন্যা সৃষ্টি হতে পারে।



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ