ঢাকা | বঙ্গাব্দ

মাসের প্রথম ২৬ দিনে বৈধপথে দেশে রেমিট্যান্স এসেছে ২৩ হাজার ৩৯ কোটি টাকা

চলতি অক্টোবর মাসের প্রথম ২৬ দিনে বৈধপথে দেশে
  • আপলোড তারিখঃ 27-10-2024 ইং
মাসের প্রথম ২৬ দিনে  বৈধপথে দেশে রেমিট্যান্স এসেছে ২৩ হাজার ৩৯ কোটি টাকা ছবির ক্যাপশন: মাসের প্রথম ২৬ দিনে বৈধপথে দেশে রেমিট্যান্স এসেছে ২৩ হাজার ৩৯ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। 

চলতি অক্টোবর মাসের প্রথম ২৬ দিনে  বৈধপথে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৪ কোটি ৯৪ লাখ (১ দশমিক ৯৪ বিলিয়ন) মার্কিন ডলার।দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৩ হাজার ৩৯ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।হিসাব অনুযায়ী দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে প্রায় ৭ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ৯০০ কোটি টাকা।রবিবার ২৭ শে অক্টোবর বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায় এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৫৪ কোটি ৭৩ লাখ ডলার,বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৯ কোটি ৭০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ লাখ হাজার ডলার রেমিট্যান্স।এসময়ে কোন রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ৯টি।ব্যাংকগুলো হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল,বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাবাক।

বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছেঃ-কমিউনিটি ব্যাংক,সিটিজেন্স ব্যাংক,আইসিবি ইসলামিক ব্যাংক ও পদ্মা ব্যাংক।আর বিদেশি ব্যাংকের মধ্যে রয়েছেঃ-হাবিব ব্যাংক,ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ