ঢাকা | বঙ্গাব্দ

শাহরাস্তিতে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম দেলোয়ার হোসেন মিয়াজী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সাবেক উপজেলা চেয়ারম্যান,বিশিষ্ট সমাজসেবক
  • আপলোড তারিখঃ 11-11-2024 ইং
শাহরাস্তিতে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম দেলোয়ার হোসেন মিয়াজী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ছবির ক্যাপশন: টুর্নামেন্টে উদ্বোধন করছেন প্রধান পৃষ্ঠপোষক আমিমূল এহছান হ্নদয় ও প্রধান উপদেষ্টা শাহাদাত হোসেন রাজু
সৈয়দ মোঃ মোতাহের হোসাইনকরেসপন্ডেন্ট,শাহরাস্তি,চাঁদপুর।  

সাবেক উপজেলা চেয়ারম্যান,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব দানবীর মরহুম দেলোয়ার হোসেন মিয়াজী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে।গত ১০ই নভেম্বর রবিবার দুপুরে উপজেলা মডেল মসজিদ সংলগ্ন বালুর মাঠে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুনামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে এ টুনামেন্টের শুভ উদ্বোধন করেন মরহুম দেলোয়ার হোসেন মিয়াজীর সুযোগ্য সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আমিমূল এহছান হ্নদয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন টুনামেন্টে উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা শাহাদাত হোসেন রাজু,সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ শামসুল আলম, সাবেক পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল,বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী,উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী,টুনামেন্টের উপদেষ্টা মোঃ মিন্টু মিয়াজি,উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর মোঃ ছফিউল্ল্যাহ মিয়াজি,অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের পূষ্টপোষক জাহিদুল ইসলাম দিপু,ক্রীড়া সংগঠক সোহেল রানা,ব্যবসায়ী আদনান নোমান,সুভাষ চন্দ্র মাধু প্রমুখ।উদ্বোধনী খেলায় অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব ফুটবল দলকে ২/১ গোলের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে পাথৈর ফুটবল একাদশ। 


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ