স্পেশাল করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ।
অতি দ্রুতি দেশের ১২টি সিটি কর্পোরেশনে পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ দেওয়া হবে।এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।সিটি কর্পোরেশনের বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নের লক্ষ্যে পূর্ণ দায়িত্ব পালনের জন্য প্রশাসক নিয়োগ প্রদান করা হবে বলে জানিয়েছেন,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।অদ্য বুধবার ৩০ শে অক্টোবর সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মিলনায়তনে মত-বিনিময় সভায় তিনি এ কথা বলেন।উপদেষ্টা বলেন শুরুতে ঢাকার ২সিটি কর্পোরেশন এবং পর্যায়ক্রমে অন্যান্য সিটি কর্পোরেশনে পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগের কাজ সম্পন্ন হবে।
তিনি বলেন এলাকা ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনায় ঢাকার ২ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় নানা রকম সমস্যা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়ভাবে বর্জ্য সংগ্রহ নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে দখলদারিত্বের চেষ্টা চলছে। যার ফলে, ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ।হাসান আরিফ বলেন বর্জ্য সংগ্রহ নিয়ন্ত্রণ অনেকটা চর দখলের মত অবস্থা হয়ে গেছে।এলাকা ভিত্তিক বর্জ্য সংগ্রহ কারা করবে তা নিয়ে নিজেদের মধ্যে কোন্দল চলছে।বর্জ্য সংগ্রহ নিয়ে এমন কোন্দল,দখলদারিত্ব দূর করতে সরকার শক্ত
অবস্থানে যাবে।
তিনি আরও বলেন রাস্তার পাশের ফুটপাতগুলো মেরামত জরুরি।ঢাকা শহরে ব্লক বা টাইলস দিয়ে ফুটপাত তৈরি করা হয়।কিছু দিন পর সেই টাইলসের নিচের মাটি বা বালু সরে যায়।তখন সেই ফুটপাতের বিভিন্ন জায়গা দিয়ে আর চলাচল করা যায় না।দিনের পর দিন ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকে,ফলে পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি হয়।
এসময়ে গণকটুলী সুইপার কলোনিতে হরিজন সম্প্রদায়ের ৫ জন পরিচ্ছন্নতা কর্মী এবং মিরনজিল্লা সুইপার কলোনিতে ৫ জন পরিচ্ছন্নতা কর্মীর অনুকূলে বাসা বরাদ্দ দেওয়া হয়।প্রসঙ্গত সভায় উপস্থিত ছিলেন (ডিএসসিসি)'র প্রশাসক ও স্থানীয় সরকার সচিব মোঃ নজরুল ইসলাম,এছাড়া ডিএনসিসি,নারায়ণগঞ্জ ও গাজিপুর সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।