ঢাকা | বঙ্গাব্দ

খামার থেকে ১১টি গরু চুরি অবশেষে লাঙ্গলকোর্ট থেকে উদ্ধার

চাঁদপুর জেলার শাহরাস্তির সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম দেলোয়ার
  • আপলোড তারিখঃ 18-09-2024 ইং
খামার থেকে ১১টি গরু চুরি অবশেষে লাঙ্গলকোর্ট থেকে উদ্ধার ছবির ক্যাপশন: চুরি হওয়া উদ্ধারকৃত গরু
সৈয়দ মোঃ মোতাহের হোসাইন,
করেসপন্ডেন্ট,শাহারাস্তি চাঁদপুর। 

চাঁদপুর জেলার শাহরাস্তির  সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম দেলোয়ার হোসেন মিয়াজির ছেলে আমিনুল ইসলাম হৃদয়ের গরুর খামারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।সংঘবদ্ধ চোরের দল ওই খামারের কর্তব্যরত কেয়ারটেকার (রাখাল)'কে বেঁধে রেখে ১১ টি গরু চুরি করে নিয়ে যায়।গতকাল মঙ্গলবার রাত প্রায় ৩টায় শাহরাস্তির পৌরসভার সাবেক  শাহরাস্তি ব্রিকস (ইটভাটা) এর অফিস কক্ষ এলাকায় স্থাপিত গরুর খামারে এ চুরির ঘটনা ঘটে। 

জানা গেছে ঐ রাতে খামারের দায়িত্বে থাকা কেয়ারটেকার জিতেন্দ্রনাথ ও তার স্ত্রী মিষ্টি রাতের খাবার সেরে প্রতিদিনের ন্যায় রাতে ঘুমিয়ে পড়েন।ঐ দিন আনুমানিক রাত ৩ টার সময় সংঘবদ্ধ চোরের দল দুটি পিকাপ গাড়ী নিয়ে সেখানে উপস্থিত হয়ে প্রথমে খামারিদের অফিসে হামলা চালিয়ে কেয়ারটেকার (রাখাল) যতীন্দ্রনাথ ও তার স্ত্রী মিষ্টিকে দড়ি দিয়ে বেঁধে বেদম প্রহার করে জিম্মি করে ফেলে।

চোরের দল খামারে থাকা ১১টি বিভিন্ন সাইজের গরু দুটো পিক আপ এ তুলে নিয়ে পালিয়ে যায়।পরে স্থানীয় বাসিন্দা এক নারী এদের শব্দ শুনে খামারে এসে দেখেন,দুটি গাড়ি করে ডাকাত দল সবগুলো গরু নিয়ে যাচ্ছে। পরে তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে গরুর মালিক হৃদয় জানান, চুরিকৃত গরুগুলো কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাকড্ডা গ্রাম থেকে উদ্ধারের প্রক্রিয়া চলছে। আশা করছি,অল্প সময়ের মধ্যে আমরা গরুগুলো হাতে পাবো।এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন পুলিশের একটি টিম সেখানে কাজ করছে।আশা করছি আমরা সফল হবো।


নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ